ইন্টার অবশ্য প্রথমার্ধ শেষ করেছিল ১-০ ব্যবধানে পিছিয়ে থেকে। ১৭তম মিনিটে তোরিনোক এগিয়ে দেন আন্দ্রে বেলোত্তি।
এর তিন মিনিট পরই ব্যবধান ২-১ করেন দিয়েগো গডিন। ৬১তম মিনিটে ইন্টারকে তৃতীয় গোল এনে দেন লওতারো মার্তিনেজ। আর্জেন্টাইন ফরোয়ার্ড ইন্টারের হয়ে শেষ গোল পেয়েছিলেন ২২ জুন, সাম্পদোরিয়ার বিপক্ষে ২-১ ব্যবধানে জয়ের ম্যাচে।
এই জয়ে ৩২ ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে বসেছে কন্তের দল। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থাকায় তিনে নেমে গেছে লাৎসিও। তাদের চেযে এক পয়েন্ট কম নিয়ে চারে আতালান্তা। ৭৬ পয়েন্ট নিয়ে শীর্ষে শিরোপার সুবাস পাওয়া জুভেন্টাস।
বাংলাদেশ সময়: ১১১২ ঘণ্টা, জুলাই ১৪, ২০২০
ইউবি