ইতালিয়ান সিরি’আ লিগে বুধবার সাস্সুয়োলোর মাঠে সফর করে জুভেন্টাস। যদিও ম্যাচের শুরু থেকে মাউরিসিও সারির শিষ্যরাই দাপট দেখায়।
তবে ২৯তম মিনিটে ব্যবধান কমায় সাস্সুয়োলো। ফিলিপ দুরিসিচির শটে পরাস্ত হন জিয়ানলুইজি বুফনের বদলে পোস্টের নিচে দাঁড়ানো ভয়চেখ স্ট্যাসনি। কিন্তু এগিয়ে থেকেই বিরতিতে যায় জুভেন্টাস।
দ্বিতীয়ার্ধের শুরুতেই বাজিমাত করে স্বাগতিকরা। ৫১তম মিনিটে বেরার্দির ও ৫৪তম মিনিটে ফ্রান্সেসকো কাপুতো গোল করলে লিড নেয় সাস্সুয়োলো।
বেশ কয়েকবার গোল করতে ব্যর্থ হওয়া রোনালদো ৬০তম মিনিটে গোল বঞ্চিত হন। তবে ৬৪তম মিনিটে রদ্রিগো বেন্তাকুরের কর্নার থেকে হেডে গোল করে আলেক্স সান্দ্রো তুরিনের বুড়িদের হারের হাত থেকে বাঁচান।
এ নিয়ে লিগে টানা তিন ম্যাচে জয়হীন থাকল জুভেন্টাস। এসি মিলানের বিপক্ষে হারের পর আতালান্তার সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করেছিল মাওরিসিও সাররির দল।
লিগে ৩৩ ম্যাচে ২৪ জয় ও পাঁচ ড্রয়ে ৭৭ পয়েন্ট নিয়ে শিরোপা জয়ের পথে আছে প্রতিযোগিতাটির বর্তমান চ্যাম্পিয়ন জুভেন্টাস। আতালান্তা ৭০ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে। ৬৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে লাৎসিও।
বাংলাদেশ সময়: ১০২৫ ঘণ্টা, জুলাই ১৬, ২০২০
এমএমএস