ঢাকা, শনিবার, ১৬ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

মেসির সঙ্গে নতুন চুক্তি ছাড়া কোনো আলোচনা করবে না বার্সা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৪ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২০
মেসির সঙ্গে নতুন চুক্তি ছাড়া কোনো আলোচনা করবে না বার্সা

নিজের ভবিষ্যৎ নিয়ে বার্সেলোনার সঙ্গে আলোচনায় বসতে চান লিওনেল মেসি। তবে ক্লাব ছাড়ার ব্যাপারে এখনও আগের অবস্থানেই রয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক।

এর আগে তিনি গত মঙ্গলবার এক ব্যুরোফ্যাক্সের মাধ্যমে কাতালানদের ক্লাব ছাড়ার ব্যাপারে জানিয়ে দেন।

এল পিরিওদিকোর বরাতে স্প্যানিশ গণমাধ্যম মার্কা জানায়, ক্লাব ছাড়ার ব্যাপারে মেসি বার্সার সঙ্গে বসার ব্যাপারে জানিয়েছেন।

যদিও এই ব্যালন ডি’অর জয়ী জানেন ফ্রি এজেন্ট হিসেবে এই গ্রীষ্মে তিনি ক্লাব ছাড়তে পারবেন না। তবে তারপরও তিনি চাইছেন না কোনো ট্রান্সফার ফিতে তাকে যেতে হোক। কেননা বর্তমান চুক্তির নিয়ম অনুযায়ী অন্য কোনো ক্লাবে যেতে হলে মেসিকে ৭০০ মিলিয়ন ইউরোর বিশাল রিলিজ ক্লজে বার্সা ছাড়তে হবে।

এদিকে বার্সেলোনাও তাদের অবস্থান থেকে এক পা-ও নড়ছে না। মেসির রিলিজ ক্লজ ছাড়া তাকে তারা ছাড়বে না এবং অধিনায়কের সঙ্গে কোনো আলোচনাতেও বসতে রাজি নয় দলটি।

এ বিষয়ে বার্সা জানায়, এনিয়ে হয়তো তার সঙ্গে চুক্তি নবায়ন হবে, নয়তো কোনো আলোচনা নয়।

এর মানে এই যে, মেসিকে বার্সা ছাড়তে হলে অন্য ক্লাবকে ৭০০ মিলিয়ন ইউরো দিতেই যেতে হবে। অন্যথায় ক্যাম্প ন্যু’র সঙ্গে চুক্তি নবায়ন করতে হবে। এ ব্যাপারে দু’পক্ষই তাদের নিজেদের অবস্থানে অনড়।

যদিও বার্সা এখনও মেসিকে আটকানোর চেষ্টা করছে। কিন্তু মেসি নিজের আগের প্রতিশ্রুতি থেকে সরে আসেননি।

আগামী রোববার নতুন কোন রোনাল্ড কোম্যানের অধীনে প্রাক মৌসুমের অনুশীলন শুরু করবেন মেসি। এর আগে করোনা ভাইরাসের পরীক্ষা করাতে হবে।

বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।