ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

করোনা আক্রান্ত অ্যাতলেটিকো মাদ্রিদ কোচ সিমিওনে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০২০
করোনা আক্রান্ত অ্যাতলেটিকো মাদ্রিদ কোচ সিমিওনে দিয়েগো সিমিওনে

করোনা ভাইরাসে আক্রান্ত হলেন অ্যাতলেটিকো মাদ্রিদ কোচ দিয়েগো সিমিওনে। এমনটি নিশ্চিত করেছে মাদ্রিদের শীর্ষ এই ক্লাবটি।

আর্জেন্টাইন এই তারকার যদিও শরীরে কোনো উপসর্গ নেই। তবে তিনি ঘরেই আইসোলেশনে আছেন।

লা লিগার ম্যাচে অবশ্য অ্যাতলেটিকোকে এখনই নেমে পড়তে হচ্ছে না। কেননা চ্যাম্পিয়নস লিগের শেষদিকে খেলায় তাদের ম্যাচ পিছিয়ে দেওয়া হয়েছে। তবে আগামী মঙ্গলবারই দলটিকে প্রীতি ম্যাচে কাদিজের বিপক্ষে নামতে হবে।

এক বিবৃতিতে অ্যাতলেটিকো জানায়, শুক্রবার দলের প্রত্যেককে পিসিআরে পরীক্ষা করানো হয়। এতে কোচের পরীক্ষার ফলাফল পজিটিভ আসে। সৌভাগ্যবশত আমাদের কোচের শরীরে কোনো উপসর্গ নেই, তাকে নিজের ঘরেই আইসোলেশনে থাকতে হবে এবং কোয়ারেন্টিন পূরণ করতে হবে।

এদিকে শুক্রবারের করোনা পরীক্ষায় ক্লাবের আরও একজন সদস্যের পজিটিভ আসে। এর আগে এ মাসের শুরুতে ফরোয়ার্ড দিয়েগো কস্তা আক্রান্ত হন।

অ্যাতলেটিকো লিগে নিজেদের প্রথম ম্যাচ ঘরের মাঠে গ্র্যানাদার বিপক্ষে খেলবে। ২৭ সেপ্টেম্বর ম্যাচটি মাঠে গড়াবে।

স্প্যানিশ জায়ান্ট দলটি সর্বশেষ চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে খেলেছিল। তবে জার্মান ক্লাব আরবি লিপজিগের বিপক্ষে শেষ আটের ম্যাচে হেরে বিদায় নিতে হয়।

বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।