ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

নেইমারকে পরাজয় বরণ করা শিখতে বললেন গনসালেস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২০
নেইমারকে পরাজয় বরণ করা শিখতে বললেন গনসালেস গনসালেসের সঙ্গে বিবাদে নেইমার

পিএসজি বনাম মার্শেই ডার্বির প্রধান চরিত্রদের একজন আলভারো গনসালেস। ম্যাচটিতে তার দল জিতেছে ১-০ ব্যবধানে।

অবশ্য ম্যাচটি বিতর্কিত হয়ে আছে দু’দলের ৫টি লাল কার্ড এবং মোট ১৭টি কার্ডের জন্য। তবে সব ছাপিয়ে বড় হয়ে উঠেছে ‘বর্ণবাদ’। পিএসজি ফরোয়ার্ড নেইমারের দাবি, গনসালেস তার সঙ্গে বর্ণবাদী আচরণ করেছেন। যার কারণে ২৮ বছর বয়সী ব্রাজিলিয়ান তারকা সাবেক ভিয়ারিয়াল ডিফেন্ডারকে মাথার পেছনে আঘাত করে পিএসজির শেষ খেলোয়াড় হিসেবে ম্যাচের অন্তিম সময়ে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন।

পরে নেইমার তার রাগ উগরে দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমেও। ম্যাচ শেষে নিজের অফিসিয়াল টুইটার পেজে পিএসজি তারকা লিখেন, ‘আমার একটাই আফসোস যে, তার মুখে চড় মারতে পারিনি। ’

অবশ্য ব্রাজিলিয়ান তারকার কথা শুনে থেমে থাকেননি গনসালেসও। পাল্টা টুইটে স্প্যানিশ ডিফেন্ডার লেখেন, ‘বর্ণবাদের কোনো জায়গা নেই। অনেক সতীর্থ ও বন্ধুদের সঙ্গে আমার এক স্বচ্ছ ক্যারিয়ার আছে। মাঝেমধ্যে তোমাকে পরাজিত হওয়া শিখতে হবে এবং মাঠে তা গ্রহণ করতে হবে। অবিশ্বাস্য তিন পয়েন্ট পাওয়া গেলো।

বর্ণবাদী আচরণ করেননি দাবি করে গনসালেস কৃষ্ণাঙ্গ সতীর্থদের সঙ্গে তোলা এক ছবিও পোস্ট করেন টুইটারে।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২০
ইউবি/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।