ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

ফুটবল

ইব্রা নৈপুণ্যে মিলানের জয়

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২০
ইব্রা নৈপুণ্যে মিলানের জয় বল দখলের লড়াইয়ে ইব্রা

ইউরোপা লিগ বাছাইপর্বে জ্লাতান ইব্রাহিমোভিচের নৈপুণ্যে দাপুটে জয় পেয়েছে এসি মিলান। ডাবলিনে আইরিশ ক্লাব শামরক রোভার্সকে ২-০ গোলে হারিয়েছে স্তেফানো পিওলির শিষ্যরা।

 

হাকান কালহানোগলুর পাস থেকে ২৩তম মিনিটে মিলানকে এগিয় দেন ইব্রা। এই ব্যবধান ধরে রেখে বিরতিতে যায় ইতালিয়ান জায়ান্টরা। দ্বিতীয়ার্ধে আবারও জ্বলে ওঠেন ৩৮ বছর বয়সী তারকা। কিন্তু ৬৭তম মিনিটে সুইডিশ স্ট্রাইকারের শট রুখে দেয় রোভার্সের গোলপোস্ট।  

তবে ফিরতি বল পান কালহানোগলু। প্রতিপক্ষের জালে বল জড়িয়ে দিতে কোনো ভুল করেননি টার্কিশ মিডফিল্ডার। গোল শোধের জন্য অবশ্য মরিয়া হয়ে লড়েছিল রোভার্স। তাদের আইরিশ ফরোয়ার্ড অ্যারন গ্রিনের তিনটি শট রুখে দিয়ে মিলানের জাল অক্ষত রাখেন গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মা।

বাংলাদেশ সময়: ০৯৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।