ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

৪ ডিসেম্বর কাতার-বাংলাদেশ বিশ্বকাপ বাছাই

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৮ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২০
৪ ডিসেম্বর কাতার-বাংলাদেশ বিশ্বকাপ বাছাই

অবশেষে গুঞ্জনটাই সত্যি হলো। ডিসেম্বরের শুরুতে এশিয়া অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ মাঠে গড়াচ্ছে।

যেখানে ৪ ডিসেম্বর কাতার ও বাংলাদেশের মধ্যে দ্বিতীয় পর্বের ম্যাচটি মাঠে গড়াবে।

বুধবার (১১ নভেম্বর) এক বিবৃতিতে এএফসির অফিসিয়াল ওয়েবসাইটে জানানো হয়, কাতার বনাম বাংলাদেশের মধ্যে ফিরতি লেগের ২০২২ বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপ বাছাইয়ের প্রিলিমিনারি রাউন্ডের ম্যাচটি আয়োজনের অনুমতি দিয়েছে ফিফা।

এর আগে গত মার্চে করোনা ভাইরাসের কারণে স্থগিত হয়ে যায়। তবে গত মাসে পুনরায় মাঠে গড়ানোর কথা থাকলেও পরিস্থিতির বিবেচনায় গত অগাস্টে ফিফা ও এএফসি যৌথভাবে বিবৃতি দিয়ে জানায়, বাছাইয়ের এশিয়ার অঞ্চলের প্রিলিমিনারি রাউন্ডের খেলা এ বছর আর হচ্ছে না।

গত বছরের অক্টোবরে বিশ্বকাপ বাছাইয়ে প্রথম দেখায় কাতারের বিপক্ষে নিজ দেশে ২-০ গোলে হেরেছিলেন জামাল ভূঁইয়ারা। আর বাছাইয়ে খেলা আগের চার ম্যাচের মধ্যে কলকাতার সল্টলেকে একমাত্র ভারতের সঙ্গে ড্র করে বাংলাদেশ। যেখান থেকে একামাত্র পয়েন্ট পেয়েছিল জেমি ডের শিষ্যরা।

বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।