ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

ফুটবল

করোনা আক্রান্ত নেপালের ফুটবলার রনজিৎ ধিমাল

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৪ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২০
করোনা আক্রান্ত নেপালের ফুটবলার রনজিৎ ধিমাল

আগামী ১৩ ও ১৭ নভেম্বর বাংলাদেশের বিপক্ষে দুটি আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচ খেলবে নেপাল জাতীয় ফুটবল দল। কিন্তু ম্যাচের আগেই নেপাল ফুটবল শিবিরে করোনা হানা দিয়েছে।

নেপালের ডিফেন্ডার রনজিৎ ধিমাল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বিষয়টি নিশ্চিত করেছেন। গত মঙ্গলবার করোনা পরীক্ষা করা হয় সব ফুটবলারদের। সেসময় রনজিৎ ধিমালের করোনা ফলাফল পজেটিভ আসে।

বাফুফের সাধারণ সম্পাদক বলেন, 'দুই দলের সব খেলোয়াড়ের নিয়মমাফিক টেস্ট করানো হয়েছিল। শুধুমাত্র নেপালের একজন খেলোয়াড়ের রিপোর্ট পজিটিভ এসেছে। তাকে আমরা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করিয়েছি। '

বাংলাদেশ সময়: ১২২৪ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২০
আরএআর/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।