ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

লুকাকুর জোড়া গোলে সেরাদের লড়াইয়ে বেলজিয়াম

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৬ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২০
লুকাকুর জোড়া গোলে সেরাদের লড়াইয়ে বেলজিয়াম

রোমেলু লুকাকুর জোড়া গোলে ডেনমার্ককে ৪-২ ব্যবধানে হারিয়ে উয়েফা নেশনস লিগের ফাইনালসে জায়গা করে নিল বেলজিয়াম। এ জয়ে আগামী বছরের অক্টোবরে অনুষ্ঠেয় শিরোপা লড়াইয়ের -ইতালি, ফ্রান্স ও স্পেনের সঙ্গী হলো দলটি।

বুধবার রাতে লুভেনের কিং পাওয়ার স্টেডিয়ামে ‘এ’ লিগের ২ নম্বর গ্রুপের শেষ রাউন্ডের ম্যাচে তিয়েলেমান্সের গোলে স্বাগতিকরা এগিয়ে যাওয়ার পর সমতা টানেন উয়োনাস উইন্ড। দ্বিতীয়ার্ধে লুকাকুর জোড়া গোলের পর কেভিন ডে ব্রুইনের লক্ষ্যভেদে সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে বেলজিয়াম।

এদিন তৃতীয় মিনিটে নিচু শটে গোল করেন তিয়েলেমান্স। তবে ১৭তম মিনিটে ডি-বক্সে ডান দিকে উইন্ড লাফিয়ে হেডে সমতা টানেন।

দ্বিতীয়ার্ধে অল্প সময়ের ব্যবধানে লুকাকু দুবার জালে বল পাঠালে ম্যাচের নিয়ন্ত্রণ পেয়ে যায় বেলজিয়াম। ৫৭তম মিনিটে ডে ব্রুইনের থ্রু বলে ডান পায়ের শটে ফের দলকে এগিয়ে নেন লুকাকু। আর ৬৯তম মিনিটে হেডে ব্যবধান বাড়ান ইন্টার মিলান স্ট্রাইকার।

৮৬তম মিনিটে নেসার চাদলির আত্মঘাতি গোলে ব্যবধান কমায় ডেনিশরা। তবে ব্যবধান কমার এক মিনিট পর প্রথম আক্রমণেই জালের দেখা পান ডে ব্রুইনে। প্রথম ছোঁয়ায় উঁচু শটে দূরের পোস্ট দিয়ে গোলটি করেন ম্যানচেস্টার সিটি মিডফিল্ডার।

গ্রুপে ছয় ম্যাচে পাঁচ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব শেষ করল বেলজিয়াম। আরেক ম্যাচে আইসল্যান্ডকে ৪-০ গোলে হারানো ইংল্যান্ড ও ডেনমার্কের পয়েন্ট সমান ১০। তবে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে দুইয়ে ডেনমার্ক। খালি হাতে আসর শেষ করা আইসল্যান্ড নেমে গেছে ‘বি’ লিগে।

বাংলাদেশ সময়: ১০৫৩ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।