ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

অ্যানফিল্ডে ৬৪ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড লিভারপুলের 

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৭ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২০
অ্যানফিল্ডে ৬৪ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড লিভারপুলের  লিভারপুলের গোল উদযাপন

ঘরের মাঠ অ্যানফিল্ডে প্রিমিয়ার লিগে টানা ৬৪ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়েছে লিভারপুল। গত আসরের চ্যাম্পিয়নদের এর আগে কখনও এত ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড ছিল না।

 

দলের সেরা কয়েকজন তারকা ভার্জিল ফন ডাইক, ট্রেন্ট আলেক্সান্দার-আর্নল্ড, জো গোমেজ, জর্ডান হ্যান্ডারসন, থিয়াগো আলকান্তারা ও মোহামেদ সালাহকে ছাড়া খেলতে নেমে লেস্টার সিটিকে ৩-০ গোলে হারিয়ে এই রেকর্ড গড়ে অলরেডরা। সেই সঙ্গে ২০ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানেও ওঠে এসেছে ইয়ুর্গেন ক্লপের দল। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থাকায় শীর্ষে টটেনহাম।  

অ্যানফিল্ডে লিভারপুল সর্বশেষ হেরেছিল ২০১৭ সালে, ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে। এরপর থেকে ঘরের মাঠে ৬৪ ম্যাচ অপরাজিত তারা। যার মধ্যে আছে ৫৩ জয় ও ১১ ড্র।  

এর আগে ১৯৭৮ সালের ফেব্রুয়ারি থেকে ১৯৮১ সালের জানুয়ারি পর্যন্ত ঘরের মাটিতে সবচেয়ে বেশি ম্যাচ জেতার রেকর্ড গড়েছিল লিভারপুল।  

বাংলাদেশ সময়: ১২৫৭ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।