ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

বোকা জুনিয়র্সের ম্যারাডোনা স্মরণ, গ্যালারিতে কাঁদলেন মেয়ে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৮ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০২০
বোকা জুনিয়র্সের ম্যারাডোনা স্মরণ, গ্যালারিতে কাঁদলেন মেয়ে

লা বোমবোনেরা স্টেডিয়ামে হয়েছে ম্যাচটি। যেখানে দিয়েগো ম্যারাডোনার জন্য আলাদা বক্স রয়েছে।

ম্যারডোনার মেয়ে দালমা ম্যারাডোনা এদিন সেই বক্সে বসেই বাবার সাবেক দুই ক্লাবের খেলা দেখেছেন। আর্জেন্টিনার ঘরোয়া কাপ টুর্নামেন্ট কোপা দে লা লিগা প্রফেসিওনালে মাঠে নামে বোকা জুনিয়র্স ও নিওয়েলস ওল্ড বয়েজ। দুটিই ম্যারাডোনার সাবেক ক্লাব।  

এর মধ্যে টুর্নামেন্টটারও নামকরণ করা হয়েছে ম্যারাডোনার নামে। ম্যাচটা ২-০ গোলে জেতে বোকা। ম্যাচ শেষে আবারো সেই বক্সের সামনে গিয়ে হাততালিতে জয়টা ম্যারাডোনাকে উৎসর্গ করেন খেলোয়াড়েরা। বলতে গেলে নিজেদের ক্লাব কিংবদন্তির বিদায়ে বোকা জুনিয়র্স পুরো ম্যাচ জুড়েই শ্রদ্ধা জানিয়েছে ম্যারাডোনাকে। এসময় কান্নায় ভেঙে পড়েন দালামা।

উল্লেখ্য ম্যারাডোনা গত সপ্তাহে হার্ট অ্যাটাকে মারা যান। আর্জেন্টিনাবাসী যে উপলক্ষে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন করে। গত দুই-তিন দিন বিশ্বের নানা প্রান্তে হওয়া ফুটবল ম্যাচে ফুটবলাররা শ্রদ্ধা জানিয়েছেন বিশ্বকাপজয়ীকে।

ম্যারাডোনা বোকায় প্রথম খেলেন ১৯৮১-৮২ মৌসুমে। এসময় ৪০ ম্যাচে করেন ২৮ গোল। পরে ১৯৯৫-১৯৯৮ পর্যন্ত ক্যারিয়ারের শেষ পর্যায়ে খেলেছেন কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা।

বাংলাদেশ সময়: ১০২৩ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০২০
এমএমএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।