ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

মাগুরায় মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩০ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২১
মাগুরায় মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ

মাগুরা: মাগুরায় ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচী ২০২০-২১ এর আওতায় শালিখা উপজেলায় মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপনী ও শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে।

বুধবার (২০ জানুয়ারি) দুপুরে শালিখা উপজেলার আড়পাড়া সরকারি আইডিয়াল হাইস্কুলে এ অনুষ্ঠানের আয়োজন করে জেলা ক্রীড়া অফিস মাগুরা।

অনুষ্ঠানে শালিখা উপজেলা নির্বাহী অফিসার গোলাম মো: বাতেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণে অংশ নেওয়া ৩০ জন শিক্ষার্থীর মাঝে সনদপত্র তুলে দেন।

এ সময়  আড়পাড়া সরকারি আইডিয়াল হাইস্কুলের প্রধান শিক্ষক এ কে এম খায়রুল আলম,জেলা ক্রীড়া অফিসার অনামিকা দাস ও ফুটবল প্রশিক্ষক ইউনুস আলী উপস্থিত ছিলেন। মাসব্যাপী এ ফুটবল প্রশিক্ষণে শালিখা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩০ জন শিক্ষার্থী অংশ নেয়।

বাংলাদেশ সময়: ২১২৯ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।