ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

জয়ে ফিরল জুভেন্টাস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১৬ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২১
জয়ে ফিরল জুভেন্টাস ছবি: সংগৃহীত

সময়টা ভালো যাচ্ছে না জুভেন্টাসের। সিরি আ’র টানা নয়বারের চ্যাম্পিয়নরা শিরোপা ধরে রাখতে পারবে কি না তাই নিয়েই দেখা দিয়েছে সংশয়।

তবে সর্বশেষ বোলোনিয়াকে হারিয়ে আশার পারদ কিছুটা চড়িয়েছে আন্দ্রে পিরলোর শিষ্যরা।

ঘরের মাঠ অ্যালিয়েঞ্জ স্টেডিয়ামে রোববার ২-০ গোলে জিতেছে স্বাগতিকরা। আর্থার মেলোর গোলে এগিয়ে যাওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন ওয়েস্টন ম্যাককেনি।

বোলোনিয়াকে হারানোর আগে ইন্টার মিলানের মাঠে হেরে এসেছে জুভেন্টাস। এর আগে অবশ্য টানা তিন জয় পেয়েছিল দলটি। মৌসুমের শুরুতেও অধারাবাহিকতার নজির স্থাপন করেছিল তুরিনের দলটি। প্রথম ১২ ম্যাচে ছয় ড্র ভাগ্য বরণ করতে হয়েছিল।

রোববার অবশ্য সৌভাগ্যের ছোঁয়াও পেয়েছে জুভেন্টাস। পঞ্চদশ মিনিটে ডি-বক্সের বাইরে থেকে আর্থারের নিচু শট প্রতিপক্ষের ডিফেন্ডারের পায়ে লেগে দিক পাল্টে জালে জড়িয়ে যায়। এরপর ক্রিস্টিয়ানো রোনালদোর শট পাঞ্চ করে ফেরান সফরকারী দলের গোলরক্ষক লুকাস শোরুপস্কি। ফিরতি শট নিয়েছিলেন ফেদেরিকো বের্নারদেস্কি। সেই শট পা দিয়ে ফেরান পোলিশ গোলরক্ষক।

দ্বিতীয়ার্ধের শুরুতে অল্পের জন্য গোল হজম করার হাত থেকে বাঁচে জুভেন্টাস। প্রতিপক্ষের ক্রস হেডে বিপদমুক্ত করতে গিয়ে নিজেদের জালেই বল জড়াতে বসেছিলেন হুয়ান কুয়াদ্রাদো। কিন্তু দারুণ নৈপুণ্যে সে যাত্রায় রক্ষা করেন গোলরক্ষক ভয়চেখ স্ট্যাসনি। ৭১তম মিনিটে ম্যাককেনির গোলে ব্যবধান দ্বিগুণ হয়। কুয়াদ্রাদোর ক্রসে হেডে লক্ষ্যভেদ করেন মার্কিন মিডিফিল্ডার ম্যাককেনি।

১৮ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে চারে উঠেছে জুভেন্টাস। এক ম্যাচ বেশি খেলা আতালান্তা সমান পয়েন্ট নিয়েই পাঁচে নেমে গেছে। ১৯ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে এসি মিলান। দুইয়ে থাকা ইন্টার মিলানের পয়েন্ট ৪১।  

বাংলাদেশ সময়: ০৪১৫ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।