ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

ফুটবল

নতুন মাইলফলকে মেসি

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২১
নতুন মাইলফলকে মেসি মেসি

আরেকটি নতুন মাইলফলকে পা রেখেছেন লিওনেল মেসি। বার্সেলোনার হয়ে ৬৫০তম গোল পেয়েছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড।

 

লা লিগায় ঘরের মাঠ ক্যাম্প ন্যুয়ে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে ২-১ ব্যবধানে জয়ের ম্যাচে ২০তম মিনিটে ফ্রি-কিক থেকে গোল করেন মেসি। এই চোখ ধাঁধানো গোলে নতুন এই মাইলফলকের চূড়ায় ওঠেন ৩৩ বছর বয়সী তারকা।  

ম্যাচটিতে ৪৯তম মিনিটে জর্দি আলবার আত্মঘাতি গোলে বিলবাও সমতায় ফিরলেও ৭৪তম মিনিটে আঁতোয়া গ্রিজম্যানের জয়সূচক গোলে গুরুত্বপূর্ণ ৩ পয়েন্ট আদায় করে মাঠ ছাড়ে বার্সা। সেই সঙ্গে চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে টপকে ২০ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থান দখল করেছে রোনাল্ড কোম্যানের দল।  

বার্সার হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৫৬ ম্যাচে ৬৫০ গোল পেলেন মেসি। যার মধ্যে সরাসরি ফ্রি-কিক থেকে পেলেন ৪৯তম গোল। লা লিগায় ফ্রি-কিক থেকে এটি তার ৩৮তম গোল।  

বাংলাদেশ সময়: ১০৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০২১
ইউবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।