ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

ফুটবল

শেষ দিকের আত্মঘাতী গোলে শেখ রাসেলের জয়

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২১
শেষ দিকের আত্মঘাতী গোলে শেখ রাসেলের জয় মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে ১-০ গোলে হারিয়েছে শেখ রাসেল। ছবি: শোয়েব মিথুন

শেষ মুহূর্তের আত্মঘাতী গোলে জয় তুলে নিল শেখ রাসেল ক্রীড়া চক্র। বাংলাদেশ প্রিমিয়ার লিগের ম্যাচে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে ১-০ গোলে হারিয়েছে দলটি।

সোমবার (০১ ফেব্রুয়ারি) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হয় দু’দল। তবে এদিন দুই অর্ধের খেলাতেই ছিল না কোনো প্রাণ। দুদলই কয়েকবার আক্রমণ চালালেও শেষ পর্যন্ত গোলের দেখা পায়নি।

অবশেষে দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে আসে গোলের দেখা। বক্সে ঢুকে ওবি মোনেকের বাড়ানো নিচু ক্রসে দুইশবেকভের ফ্লিক শোয়েব মিয়ার পায়ে লেগে জালে জড়ায়। জয় নিয়ে মাঠ ছাড়ে শেখ রাসেল।

পাঁচ ম্যাচে চার জয় ও এক ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে আবাহনী লিমিটেডকে পেছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠল সাইফুল বারী টিটুর শেখ রাসেল। চার ম্যাচে তৃতীয় হারের স্বাদ পাওয়া মুক্তিযোদ্ধা সংসদের পয়েন্ট ৩। বসুন্ধরা কিংস টানা পাঁচ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। আবাহনী পাঁচ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে তিনে রয়েছে।

বাংলাদেশ সময়: ২০৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।