ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ঘটনাবহুল ম্যাচে চট্টগ্রাম আবাহনী-মোহামেডানের পয়েন্ট ভাগাভাগি

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২১
ঘটনাবহুল ম্যাচে চট্টগ্রাম আবাহনী-মোহামেডানের পয়েন্ট ভাগাভাগি ছবি: শোয়েব মিথুন

উত্তেজনাপূর্ণ ও ঘটনাবহুল ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করেছে চট্টগ্রাম আবাহনী ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। দু’দল ড্র করেছে ১-১ গোলে।

 

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রথমার্ধে এগিয়ে যায় চট্টগ্রাম আবাহনী। বন্দর নগরীর দলটির হয়ে ১৫তম মিনিটে গোল করেন রাকিব হোসেন। সেই ব্যবধান ধরে রেখে বিরতিতে যায় মারুফুল হকের দল।  

দ্বিতীয়ার্ধে সমতায় ফিরতে আক্রমণে ধার বাড়ায় মোহামেডান। সুযোগও দ্রুত পেয়ে যায় দেশের ঐতিহ্যবাহী ক্লাবটি। মালিয়ান ফরোয়ার্ড সুলেয়মান দিয়াবাতের সহায়তায় মোহামেডানকে সমতায় ফেরান রাকিব খান।  

ছবি: শোয়েব মিথুন

এরপরই এক থ্রো ইন ঘিরে ৬১তম মিনিটে হঠাৎ উত্তেজনা ছড়িয়ে পড়ে দু’দলের ডাগআউটে। মোহামেডানের আতিকুজ্জামানের থ্রো ইন গায়ে গিয়ে লাগে সামনে থাকা চট্টগ্রাম আবাহনীর খেলোয়াড় রাকিব হোসেনের। বিষয়টি নিয়ে চট্টগ্রাম আবাহনীর টিম ম্যানেজার আরমান আজিজকে ধাক্কা দিয়ে বসেন মোহামেডানের টিম লিডার আবু হাসান চৌধুরি প্রিন্স। যার কারণে রেফারি ভুবন মোহন তরফদার দুজনকেই কার্ড দিয়ে বের করে দেন।

ছবি: শোয়েব মিথুন

তবে ব্যাপারটি সেখানেই থেমে থাকেনি। ম্যাচের শেষদিকে মোহামেডানের গ্যালারিতে হঠাৎ উত্তেজনা শুরু হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।  

ছবি: শোয়েব মিথুন

টানা তিন জয়ের পর চট্টগ্রাম আবাহনীর সঙ্গে ড্র করে বাংলাদেশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুমের পয়েন্ট তালিকায় পাঁচে আছে মোহামেডান। ১০ ম্যাচে তাদের পয়েন্ট ১৬। এক ম্যাচ বেশি খেলে সমান পয়েন্ট নিয়ে পরের স্থানে চট্টগ্রাম আবাহনী। ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে বসুন্ধরা কিংস।  

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২১
ইউবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।