ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

আনন্দে ভাষা হারিয়ে ফেলেছেন ফাইনালের নায়ক হাভের্টজ

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩২ ঘণ্টা, মে ৩০, ২০২১
আনন্দে ভাষা হারিয়ে ফেলেছেন ফাইনালের নায়ক হাভের্টজ

তিনি বর্তমানে চেলসির ইতিহাসে সবচেয়ে দামি ফুটবলার। সেই কাই হাভের্টজের গোলেই ৯ বছরের খরা কাটিয়ে ইউরোপ চ্যাম্পিয়ন ব্লুজরা।

পুরো চ্যাম্পিয়নস লিগে একটাও গোল না করা এই জার্মান অ্যাটাকিং মিডফিল্ডার রাতারাতি হয়ে গেলেন নায়ক।

জার্মান ক্লাব বেয়ার লেবারকুসেন থেকে তাকে দলে পেতে ৮০ মিলিয়ন ইউরো গুনতে হয়েছিল চেলসিকে।

ম্যাচেন্টার ইউনাইটেডের বিপক্ষে শিরোপা নির্ধারণী ম্যাচের ৪২তম মিনিটে ম্যাসন মাউন্টের থ্রো বল ধরে গোলমুখের দিকে এগিয়ে যান হাভের্টজ আর তা দেখে এগিয়ে আসেন এদারসন। কিন্তু ব্রাজিলিয়ান গোলরক্ষককে পাশ কাটিয়ে খালি জালে বল পাঠিয়ে দেন জার্মান মিডফিল্ডার।  

Sorry for the swearing ? #UCLFinal you know… https://t.co/ORIxfwCB90

— Kai Havertz (@kaihavertz29) May 29, 2021

আর ওই একটি গোলই দু’দলের পার্থক্য গড়ে দিল। ম্যাচের পর সাক্ষাৎকার দিতে এসে রীতিমতো বিড়ম্বনায় পড়ে গেলে জার্মান ফুটবলার। বলেন, ‘জানি না কী বলব। অনেকদিন ধরে অপেক্ষা করেছি। প্রায় ১৫ বছর ধরে এই মুহূর্তটা দেখব বলে অপেক্ষা করেছি। ’

সাংবাদিক যখন মনে করিয়ে দেন যে তিনি চেলসির সব থেকে দামি ফুটবলার, জবাবে হাভের্টজ, ‘আমার এসবে চিন্তা হয় না। আমি চ্যাম্পিয়নস লিগ জিতেছি। সেটাই সবকিছু। ’

বাংলাদেশ সময়: ১০২৮ ঘণ্টা, মে ৩০, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।