ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

মালদ্বীপকে হারাতে পারল না বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৭ ঘণ্টা, অক্টোবর ৭, ২০২১
মালদ্বীপকে হারাতে পারল না বাংলাদেশ

সাফ চ্যাম্পিয়নশিপে শুরুটা ভালো করলেও নিজেদের তৃতীয় ম্যাচে এসে হোঁচট খায় বাংলাদেশ। বৃহস্পতিবার (৭ অক্টোবর) রাতে মালদ্বীপের বিপক্ষে ২-০ ব্যবধানে হারে অস্কার ব্রুজোনের শিষ্যরা।

স্বাগতিকদের হয়ে একটি করে গোল করেন হামজা মোহামেদ ও আলী আশফাক।

মালদ্বীপের রাজধানী মালের রাশমি ধান্দু স্টেডিয়ামে ম্যাচের শুরুর দিকে কয়েকটি আক্রমণ করলেও পরবর্তীতে স্বাগতিকদের কাছে কোণঠাসা হয়ে পড়ে বাংলাদেশ। তবে গোলরক্ষক আনিসুর রহমান জিকোর দৃঢ়তায় প্রথমার্ধে জাল ভেদ করতে পারেনি মালদ্বীপ।

বিরতির পর খেলতে নেমে প্রথমার্ধের মতো দুর্বল শুরু করে বাংলাদেশ। ৫২তম মিনিটে আলি ফাসির দুর্দান্ত শট ঝাপিয়ে ঠেকান জিকো। ৫৫তম মিনিটে হামজা মোহামেদের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। কর্ণার থেকে শট পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে না পারায় বাংলাদেশের ডিফেন্ডারদের ফাঁকি দিয়ে হেডে জাল খুঁজে নেন এ ফরোয়ার্ড।

৭৪তম মিনিটে ডি-বক্সে নাইজ হাসানকে বাংলাদেশের মিডফিল্ডার সোহেল রানা পেছন থেকে ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সুযোগ পেয়ে দুর্দান্ত এক শটে লক্ষ্যভেদ করেন আশফাক। শেষমুহূর্তে ডি-বক্সে বল পেয়েও সুযোগ হারান বাংলাদেশের ফরোয়ার্ড মতিন মিয়া। শেষ পর্যন্ত ২-০ ব্যবধানের হার নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ দল।  

বাংলাদেশ সময়: ২৩৫৭ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০২১
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।