ঢাকা, বুধবার, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৮ মে ২০২৫, ০০ জিলহজ ১৪৪৬

ফুটবল

মেক্সিকো, ব্রাজিল, আর্জেন্টিনা না যুক্তরাষ্ট্র—ক্লাব বিশ্বকাপের আগে কোথায় যাবেন রোনালদো?

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০৭, মে ২৭, ২০২৫
মেক্সিকো, ব্রাজিল, আর্জেন্টিনা না যুক্তরাষ্ট্র—ক্লাব বিশ্বকাপের আগে কোথায় যাবেন রোনালদো? ক্রিস্টিয়ানো রোনালদো/সংগৃহীত ছবি

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদো হয়তো আরও এক চমকপ্রদ অধ্যায় শুরু করতে যাচ্ছেন। যদিও এখনো আনুষ্ঠানিকভাবে সৌদি ক্লাব আল-নাসর ছাড়ার ঘোষণা দেননি, তবে সোমবার একটি সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি এমন ইঙ্গিত দিয়েছেন যা তার ভবিষ্যৎ নিয়ে জল্পনা আরও ঘনীভূত করেছে।

৪০ বছর বয়সী এই পর্তুগিজ তারকা লিখেছেন, "এই অধ্যায় শেষ। গল্পটা? এখনও লেখা বাকি। সবার প্রতি কৃতজ্ঞ। "

ক্লাব বিশ্বকাপ ঘিরে সম্ভাবনার ডালপালা

২০২৫ সালে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাওয়া নতুন ফরম্যাটের ফিফা ক্লাব বিশ্বকাপ ঘিরে রোনালদোর সম্ভাব্য অস্থায়ী দলবদলের গুঞ্জন জোরালো হয়েছে। ৩২ দলের অংশগ্রহণে আয়োজিত এই প্রতিযোগিতা হবে জাতীয় দলের বিশ্বকাপের আদলে, যা হবে ফিফার ইতিহাসে সবচেয়ে বাণিজ্যিক ও আকর্ষণীয় ক্লাব টুর্নামেন্ট।

কোথায় যাচ্ছেন রোনালদো?

স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার প্রতিবেদন অনুযায়ী, মেক্সিকোর ক্লাব রায়াদোস ডি মন্তেরেই সম্ভাব্য গন্তব্য হিসেবে উঠে এসেছে। উল্লেখযোগ্যভাবে, এই ক্লাবে রোনালদোর দুই সাবেক সতীর্থ— সের্হিও রামোস ও সের্হিও কানালেস— ইতোমধ্যে খেলছেন।

সম্ভাব্য গন্তব্য

ব্রাজিলের ক্লাব বোতাফোগো ও আর্জেন্টিনার বোকা জুনিয়র্সও সংক্ষিপ্ত সময়ের জন্য রোনালদোকে দলে টানতে আগ্রহ প্রকাশ করেছে বলে গুঞ্জন।

মার্কিন যুক্তরাষ্ট্রের এমএলএস-এরও সম্ভাবনা রয়েছে, বিশেষ করে টুর্নামেন্টটি যুক্তরাষ্ট্রে হওয়ায় মার্কেটিং দিক থেকেও এটি লাভজনক হতে পারে।

রোনালদো কেন এতো আলোচনায়?

রোনালদো ইউরোপিয়ান ফুটবলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। তাকে ছাড়া ফিফার সবচেয়ে বড় ক্লাব টুর্নামেন্ট ভাবাই কঠিন। তার অংশগ্রহণ মানেই বিশাল মিডিয়া কভারেজ, বিপুল দর্শকপ্রবাহ এবং প্রচুর স্পন্সরশিপের সম্ভাবনা। ফলে ফিফাও চাইবে তিনি যেন কোনোভাবে এই টুর্নামেন্টে খেলেন।

এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।