চেলসির বিপক্ষে ইংলিশ প্রিমিয়ার লিগে হাইভোল্টেজ ম্যাচের আগে লিভারপুলের তিনজন খেলোয়াড় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। জানা যায়, ক্লাবটির কয়েকজন স্টাফও এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
তবে লিভারপুল কোচ ইয়র্গেন ক্লপ মনে করেন, এরপরও গুরুত্বপূর্ণ ম্যাচটি পিছিয়ে দেওয়ার মতো পরিস্থিতি এখনো তৈরি হয়নি।
করোনার থাবায় লিগ কর্তৃপক্ষ এ মাসে এখন পর্যন্ত ১৮টি ম্যাচ স্থগিত করেছে। আগামী রোববার স্বাগতিক চেলসির মুখোমুখি হওয়ার কথা লিভারপুলের। ম্যাচটির আগে শুক্রবার ক্লপ জানান, ‘স্কোয়াডে তিন জন এবং কয়েকজন স্টাফ কোভিড আক্রান্ত। তাই দলের পরিস্থিতি এখন তেমন ভালো নয়। ’
তিনি আরো বলেন, ‘কারা আক্রান্ত তা আমি বলছি না, কারণ আমাদের এখন পুরো প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে, সবার পিসিআর টেস্ট করাতে হবে। তবে আগামীকাল আপনারা স্কোয়াডের তালিকা দেখবেন, তখনই পরিষ্কার হয়ে যাবে কারা আক্রান্ত। ’
লিভারপুল কি ম্যাচটি পিছিয়ে দেওয়ার জন্য আবেদন করবে?-এমন প্রশ্নের জবাবে ক্লপ বলেন, ‘এখনই নয়, তবে আমরা আসলে জানি না। আমাদের দলে করোনা ভাইরাস সেভাবে কখনো ছড়ায়নি যেখানে ১০-১৫ জন একসঙ্গে আক্রান্ত। ’
বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০২২
এমএমএস