অতিরিক্ত সময়ে রদ্রির গোলে জয় নিয়ে নতুন বছর শুরু করল ম্যানচেস্টার সিটি। ইংলিশ প্রিমিয়ার লিগের হাইভোল্টেজ ম্যাচে দ্বিতীয়ার্ধে ১০ জনের দলে পরিণত হওয়া আর্সেনালকে ১-২ ব্যবধানে হারায় পেপ গার্দিওলার শিষ্যরা।
শনিবার আর্সেনালের মাঠ এমিরেটস স্টেডিয়ামে খেলতে যায় ম্যানসিটি। তবে খেলার ৩১তম মিনিটে বুকায়ো সাকার গোলে স্বাগিতকরাই এগিয়ে যায়।
পিছিয়ে পড়া সফরকারীরা দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায়। ৫৭তম মিনিটে স্পট কিক থেকে রিয়াদ মাহরেজ সিটিজেনদের সমতায় ফেরান। এর পর দুই মিনিট পরেই গানারদের গাব্রিয়ে লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় আর্সেনাল।
কোনঠাসা আর্সেনাল আর সুযোগ নিতে পারেনি। উল্টো অতিরিক্ত সময়ে রদ্রির গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানসিটি।
এ জয়ে নিজেদের শীর্ষস্থান আরও মজবুত করল ম্যানসিটি। ২১ ম্যাচে ১৭ জয়, দুই হার ও দুই ড্রয়ে ৫৩ পয়েন্ট নিয়ে সবার ওপরে গার্দিওলার শিষ্যরা। হেরে ২০ ম্যাচে ৩৫ পয়েন্ট পাওয়া আর্সেনাল চারে রয়েছে।
বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০২২
এমএমএস