ঢাকা, বুধবার, ২৮ কার্তিক ১৪৩১, ১৩ নভেম্বর ২০২৪, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

করোনার লক্ষণ থাকায় চেলসির বিপক্ষে নেই লিভারপুল কোচ ক্লপ

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৬ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২২
করোনার লক্ষণ থাকায় চেলসির বিপক্ষে নেই লিভারপুল কোচ ক্লপ

করোনার হালকা লক্ষণ থাকায় ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে চেলসির বিপক্ষে থাকছেন না ইয়র্গেন ক্লপ। রোববার ম্যাচটি মাঠে গড়ালেও লিভারপুল কোচকে আইসোলেশনে থাকতে হবে।

তবে স্টামফোর্ড ব্রিজের এই ম্যাচে অলরেডদের কোচ হিসেবে থাকবেন ক্লপের সহকারী পেপ লিন্ডার্স।  

এর আগে হাইভোল্টেজ এই ম্যাচের আগে লিভারপুলের তিনজন ফুটবলার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। জানা যায়, ক্লাবটির কয়েকজন স্টাফও এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন।  

তবে ক্লপ মনে করেন, এরপরও গুরুত্বপূর্ণ ম্যাচটি পিছিয়ে দেওয়ার মতো পরিস্থিতি এখনো তৈরি হয়নি।

করোনার থাবায় লিগ কর্তৃপক্ষ এ মাসে এখন পর্যন্ত ১৮টি ম্যাচ স্থগিত করেছে। আগামী রোববার স্বাগতিক চেলসির মুখোমুখি হওয়ার কথা লিভারপুলের। ম্যাচটির আগে শুক্রবার ক্লপ জানান, ‘স্কোয়াডে তিন জন এবং কয়েকজন স্টাফ কোভিড আক্রান্ত। তাই দলের পরিস্থিতি এখন তেমন ভালো নয়। ’

তিনি আরো বলেন, ‘কারা আক্রান্ত তা আমি বলছি না, কারণ আমাদের এখন পুরো প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে, সবার পিসিআর টেস্ট করাতে হবে। তবে আগামীকাল আপনারা স্কোয়াডের তালিকা দেখবেন, তখনই পরিষ্কার হয়ে যাবে কারা আক্রান্ত। ’

লিভারপুল কি ম্যাচটি পিছিয়ে দেওয়ার জন্য আবেদন করবে?-এমন প্রশ্নের জবাবে ক্লপ বলেন, ‘এখনই নয়, তবে আমরা আসলে জানি না। আমাদের দলে করোনা ভাইরাস সেভাবে কখনো ছড়ায়নি যেখানে ১০-১৫ জন একসঙ্গে আক্রান্ত। ’

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০২২
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।