ঢাকা, শুক্রবার, ২৪ আশ্বিন ১৪৩২, ১০ অক্টোবর ২০২৫, ১৭ রবিউস সানি ১৪৪৭

ফুটবল

আলভেসের 'দ্বিতীয়' অভিষেকের বাধা কাটলো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১১, জানুয়ারি ৫, ২০২২
আলভেসের 'দ্বিতীয়' অভিষেকের বাধা কাটলো

দুই মাস আগে ক্যাম্প ন্যুয়ে ফিরলেও নিয়মের বাধার কারণে প্রতিযোগিতামূলক ম্যাচে খেলতে পারছিলেন না দানি আলভেস। তবে এবার তার সেই বাধা কাটলো।

আনুষ্ঠানিকভাবে বার্সেলোনার খেলোয়াড় হিসেবে নিবন্ধিত হয়েছেন এই ব্রাজিলিয়ান ডিফেন্ডার।  

আজ বুধবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে কাতালান জায়ান্টরা। এর আগে গত সোমবার লা লিগায় খেলোয়াড়দের শীতকালীন রেজিস্ট্রেশন উইন্ডো শুরু হওয়ার পর প্রথম সুযোগেই আলভেসকে নিবন্ধিত করার কাগজপত্র জমা দেয় বার্সা।  

এদিকে গত সপ্তাহে করোনা পজিটিভ হওয়ার পর সেরে উঠেছেন আলভেস। এরইমধ্যে তাকে কোপা দেল রেতে লিনারেস দেপোর্তিভোর বিপক্ষে ম্যাচের স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছে তারা।

গত নভেম্বরে ফ্রি ট্র্যান্সফারে পুরনো ক্লাব বার্সায় ফেরেন আলভেস। কিন্তু নিবন্ধিত না হওয়ায় খেলতে পারছিলেন না তিনি। অবশ্য গত ডিসেম্বরে প্রয়াত আর্জেন্টাইন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার স্মরণে আয়োজিত প্রীতি ম্যাচে (মারাদোনা কাপে) খেলেছেন তিনি। কিন্তু এবার বার্সার জার্সিতে তার দ্বিতীয়বারের মতো আনুষ্ঠানিক অভিষেক হতে যাচ্ছে।

বাংলাদেশ সময়: ২১১১ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০২২
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।