ঢাকা, বৃহস্পতিবার, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২, ২২ মে ২০২৫, ২৪ জিলকদ ১৪৪৬

ফুটবল

তিন ম্যাচ নিষিদ্ধ রিয়ালের মার্সেলো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৩৬, জানুয়ারি ২২, ২০২২
তিন ম্যাচ নিষিদ্ধ রিয়ালের মার্সেলো সংগৃহীত ছবি

এলচের বিপক্ষে কোপা দেল রের ম্যাচে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন মার্সেলো। এবার এই ব্রাজিলিয়ান ডিফেন্ডারকে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ করল টুর্নামেন্ট কমিটি।

সরাসরি লাল কার্ড দেখায় এমনিতেই এক ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন মার্সেলো। কিন্তু রেফারিকে 'খারাপ' বলায় আরও দুই ম্যাচের নিষেধাজ্ঞা পেলেন তিনি।  

মার্সেলোর নিষেধাজ্ঞা শুধু কোপা দেল রের ক্ষেত্রে প্রযোজ্য। অর্থাৎ আসরের কোয়ার্টার ফাইনালে অ্যাতলেতিক ক্লাবের বিপক্ষে ম্যাচসহ সম্ভাব্য দুই লেগের সেমিফাইনালে খেলতে পারবেন না তিনি।

মার্সেলোকে ২ হাজার ২৫০ ইউরো জরিমানাও করা হয়েছে এবং বাজে ব্যবহারের কারণে আরও ১৩ শ ইউরো দিতে হবে তাকে।  

অন্যদিকে একই ম্যাচে দ্বিতীয় হলুদ কার্ড দেখায় এলচের ফরোয়ার্ড পের মিলাকে এক ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১০৩৬ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২২
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।