ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

ফুটবল

শেষদিকে হার এড়াল রিয়াল, বার্সার স্বস্তির জয়

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৬ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২২
শেষদিকে হার এড়াল রিয়াল, বার্সার স্বস্তির জয়

এলচের বিপক্ষে স্প্যানিশ লা লিগার ম্যাচে ২ গোলে পিছিয়ে থেকেও শেষ মুহূর্তে ঘুরে দাঁড়িয়ে হার এড়িয়েছে রিয়াল মাদ্রিদ। এ নিয়ে শেষ তিন ম্যাচে দ্বিতীয়বার পয়েন্ট হারাল রিয়াল।

অন্যদিকে আলাভেসের মাঠ থেকে স্বস্তির জয় নিয়েছে ফিরেছে বার্সেলোনা।

ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে এলচের কাছে ২-০ গোলে পিছিয়ে পড়েছিল রিয়াল মাদ্রিদ। তবে শেষ ১০ মিনিটে ২ গোল করে হার এড়িয়েছে স্প্যানিশ পরাশক্তিরা।

এলচের পক্ষে লুকাস বোয়ের গোলে এগিয়ে যাওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন পেরে মিয়া। পরে লুকা মদ্রিচ ব্যবধান কমানোর পর এদের মিলিতাওয়ের গোলে সমতায় শেষ করে রিয়াল।

৪২তম মিনিটে এগিয়ে যায় এলচে। বাঁ থেকে মিডফিল্ডার ফিদেলের ছয় গজ বক্সের মুখে বাড়ানো ক্রসে ডাইভিং হেডে গোলটি করেন আর্জেন্টাইন ফরোয়ার্ড বোয়ে।

বিরতির পর রিয়াল ৭৬ মিনিটে দ্বিতীয় গোল হজম করে। বোয়ের পাস ডি-বক্সে ধরে সময় নিয়ে কোনাকুনি শটে ঠিকানা খুঁজে নেন মিয়া। তার সবচেয়ে কাছে থাকা ডিফেন্ডার ফেরলঁদ মঁদিও চ্যালেঞ্জ জানানোর জন্য যথেষ্ট ক্ষিপ্র হতে পারেননি।

তবে ৮২তম মিনিটে ব্যবধান কমায় রিয়াল। মদ্রিচের আরেকটি কর্নারে ডি-বক্সে এলচে ফরোয়ার্ড মিয়ার হাতে বল লাগলে ভিএআরের সাহায্যে পেনাল্টি দেন রেফারি। সফল স্পট কিকে বল জালে পাঠান ক্রোয়েশিয়ার এ মিডফিল্ডার।

আর যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে সমতা টানেন মিলিতাও। স্বদেশি ফরোয়ার্ড ভিনিসিউসের ক্রসে হেডে গোলটি করেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার।

এদিকে আলাভেসের বিপক্ষে বার্সেলোনার ঝাম ঝরানো জয়টি ১-০ ব্যবধানে। ম্যাচের শেষদিকে গোলটি করেন ফ্রেংকি ডি ইয়ং। তিন ম্যাচ পর জয়ের দেখা পেল কাতালান ক্লাবটি। খেলার ৮৭তম মিনিটে বাঁ দিক থেকে জর্দি আলবার ডি-বক্সে বাড়ানো দারুণ ক্রসে অফসাইডের ফাঁদ ভেঙে তরেস বল ধরে ফাঁকায় ফ্রেংকি ডি ইয়ংকে পাস দেন। অনায়াসে বাকি কাজ সারেন ডাচ মিডফিল্ডার।

লিগে রিয়াল মাদ্রিদ ২২ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। সমান ম্যাচে ৪ পয়েন্ট কম নিয়ে দুইয়ে সেভিয়া। তিন নম্বরে রিয়াল বেতিসের পয়েন্ট ৪০। ২১ ম্যাচে ৯ জয় ও ৮ ড্রয়ে পাঁচ নম্বরে থাকা বার্সেলোনার পয়েন্ট ৩৫। সমান ম্যাচে ১ পয়েন্ট বেশি নিয়ে চতুর্থ স্থানে আতলেতিকো মাদ্রিদ।

বাংলাদেশ সময়: ০৯৩৩ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২২
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।