ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

আফকনে খেলা দেখতে গিয়ে ৮ দর্শকের মৃত্যু

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৩ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২২
আফকনে খেলা দেখতে গিয়ে ৮ দর্শকের মৃত্যু

ক্যামেরুনে আফ্রিকা কাপ অব ন্যাশনস ফুটবলের ম্যাচ দেখতে গিয়ে পদদলিত হয়ে অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে। কমোরোস বনাম স্বাগতিকদের এই ম্যাচে এছাড়াও ১২জনের মতো গুরুতর আহত হয়েছে বলে জানিয়েছে বিবিসি।

ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায় রাজধানী ইয়াওন্ডেয় পল বিয়া স্টেডিয়ামের প্রবেশ পথে দর্শকদের চিৎকার শোনা যায়। প্রত্যক্ষদর্শীদের মতে, মাঠে বাইরে হাজারো দর্শক প্রবেশের জন্য লড়াই করছে।

ক্যামেরুনে করোনাবিধির কারণে স্টেডিয়ামে ৮০ শতাংশের বেশি দর্শক ঢোকার নিয়ম নেই। কিন্তু স্বাগতিক দলের খেলা বলেই ৬০ হাজার আসনের স্টেডিয়ামে খেলা দেখতে হাজির হয়েছিলেন ৫০ হাজারের বেশি মানুষ। এ কারণে স্টেডিয়ামে ঢোকার সময় সমর্থকদের মধ্যে ধস্তাধস্তি হয়েছে।

ক্যামেরুনের রাষ্ট্রীয় সম্প্রচার প্রতিষ্ঠান সিআরটিভি জানিয়েছে, ‘স্টেডিয়ামে পদপিষ্ট হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে এবং অনেকেই আহত হয়েছেন। ’

বাংলাদেশ সময়: ১৪৫২ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২২
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।