ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ফুটবল

সব গ্রুপই কঠিন: ব্রাজিল কোচ

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৮ ঘণ্টা, এপ্রিল ২, ২০২২
সব গ্রুপই কঠিন: ব্রাজিল কোচ

কাতার ২০২২ বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হয়েছে। ড্র'য়ের পর থেকে গ্রুপ গুলো নিয়ে আলোচনা শুরু হয়েছে।

কোন গ্রুপ কঠিন আর কোন গ্রুপ সহজ। তবে ব্রাজিল কোচ তিতে মনে করেন সব গ্রুপই কঠিন।

আসছে বিশ্বকাপে গ্রুপ 'জি'তে পড়েছে ব্রাজিল। যেখানে তাদের সঙ্গী সুইজারল্যান্ড, সার্বিয়া ও ক্যামেরুন। গত বিশ্বকাপে ক্যামেরুন ছাড়া ব্রাজিলের সঙ্গে একই গ্রুপে পড়েছিল বাকি দুই দল। সার্বিয়াকে ২-০ গোলে হারালেও সুইজারল্যান্ডের সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল ব্রাজিল।  

ড্র শেষে ব্রাজিলের কোচ তিতে বলেন,'মৃত্যুকূপও নয়, সহজও নয়, প্রতিটি গ্রুপই কঠিন। পর্তুগালের গ্রুপে উরুগুয়ে, দক্ষিণ কোরিয়া, ঘানা আছে। আমাদের গ্রুপে সবকিছু একই (২০১৮ সালের গ্রুপের মতো)। এবার শুধু কোস্টা রিকা নেই। ক্যামেরুন এসেছে। '

তিতে মনে করিয়ে দিলেন সুইজারল্যান্ড ও সার্বিয়া সহজ প্রতিপক্ষ নয়। ইউরো অঞ্চলের বাছাইয়ে গ্রুপ পর্বে পর্তুগালকে পেছনে ফেলে বিশ্বকাপে জায়গা করে নেয় সার্বিয়া। সুইজারল্যান্ডও কম যায়নি, চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালিকে টপকে বিশ্বকাপে এসেছে তারা। ক্যামেরুনকে ছোট করে দেখছে না ব্রাজিল কোচ। তাই জি গ্রুপ যে কঠিন হয়েছে সেটাই জানালেন তিতে।

বাংলাদেশ সময়: ১২২২ ঘণ্টা, এপ্রিল ০২, ২০২২
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।