ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

শৃঙ্খলা ভঙ্গের কারণে ক্যাম্পের বাইরে জীবন

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫০ ঘণ্টা, মে ১৭, ২০২২
শৃঙ্খলা ভঙ্গের কারণে ক্যাম্পের বাইরে জীবন

বাংলাদেশের ফুটবলকে বদলে দেয়ার লক্ষ্যেই দায়িত্ব নিয়েছেন স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা। এই লক্ষ্যে শৃঙ্খলার দিকে সবচেয়ে বেশী নজর দিয়েছেন কাবরেরা।

শুরুতেই জানিয়ে দিয়েছিলেন এই কথা।  

ইন্দোনেশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ এবং মালেয়শিয়ায় এএফসি কাপ বাছাইয়ের জন্য অনুশীলন ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ। অনুশীলন ক্যাম্পে সময়মত রিপোর্ট না করায় শাস্তির মুখে পড়েছেন আবাহনীর স্ট্রাইকার নবীব নেওয়াজ জীবন।

সময়মত ক্যাম্পে রিপোর্ট না করায় জীবনকে অনুশীলনে অংশগ্রহন করতে দেননি কোচ কাবরেরা। সোমবার (১৬ মে) সন্ধ্যা ৬টায় হোটেল রেডিসনে ছিল জাতীয় দলে ডাক পাওয়া ২১ খেলোয়াড়ের রিপোর্টিং। আবাহনীর গোলরক্ষক শহীদুল আলম সোহেল ছাড়া বাকি সবার ক্যাম্পে যোগ দেওয়ার কথা ছিল।

ওই দিন জীবন যোগ না দিয়ে মঙ্গলবার (১৭ মে) এসেছিলেন। কিন্তু কোচ তাকে ‘না’ করে দিয়েছেন বলে টিম ম্যানেজমেন্টের একটি সূত্র জানিয়েছে।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, মে ১৭, ২০২২
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।