ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

পুরো দল নিয়ে অনুশীলনে কাবরেরা

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২১ ঘণ্টা, মে ২৯, ২০২২
পুরো দল নিয়ে অনুশীলনে কাবরেরা

এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলার আগে নিজেদের প্রস্তুত করতে ইন্দোনেশিয়ার বিপক্ষে খেলবে বাংলাদেশ।  

আগামী ১ জুন বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় মাঠে নামবে দুই দল।

এর আগে আজ পুরো দল নিয়ে অনুশীলন করেছেন বাংলাদেশ দলের হেড কোচ কাবরেরা। এর আগে তিনি হালকা অনুশীলন করেছিলেন দল নিয়ে। আজ পূর্ণ দল নিয়ে অনুশীলন করেছেন। শিষ্যদের নিয়ে আজ প্রতি-আক্রমণের প্রস্তুতির দিকে বিশেষ নজর দিয়েছেন কোচ।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) মাধ্যমে পাঠানো ভিডিও বার্তায় কাবরেরার সহকারী কোচ হাসান আল মামুন জানিয়েছেন, ‘গতকাল কিংসের খেলোয়াড়দের রিকভারি ছিল। আজ সবাইকে একসঙ্গে পেয়েছি। লো-ব্লক কীভাবে করব, মানে ঘর সামলে কীভাবে দ্রুত আক্রমণে উঠব, বল লাইনে থাকলে কার কোথায় অবস্থান থাকবে, কে কীভাবে খেলবে এবং বল রিকভারি করার পর কীভাবে খেলবে, সেগুলো নিয়ে কাজ হয়েছে। সেট-পিস, ওরা বল পেলে রক্ষণে কিভাবে গোছাল থাকব, তা নিয়ে কাজ হয়েছে। ’

ফিফা র‍্যাংকিংয়ে বাংলাদেশের (১৮৮তম) চেয়ে এগিয়ে ইন্দোনেশিয়া (১৫৯তম)। তাদের বিপক্ষে এই প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলবে বাংলাদেশ দল। বাছাইয়ের কৌশল ইন্দোনেশিয়া ম্যাচে প্রয়োগের ইঙ্গিত দিলেন হাসান আল মামুন। তিনি বলেন, ‘আমরা পর্যায়ক্রমে এশিয়ান কাপের বাছাইয়ের প্রতিপক্ষ প্রতিটি দলের শক্তি ও দুর্বলতা বুঝে, সেগুলো নিয়ে কাজ করছি। ইন্দোনেশিয়া শক্তিশালী দল। এই প্রথম আন্তর্জাতিকভাবে তাদের মুখোমুখি হতে যাচ্ছি। তাদের ঘরের মাঠে খেলা। তবে আমরা এশিয়ান কাপের বাছাইয়ে যে কৌশলে খেলব…. বাছাইয়ের জন্য তাই এ ম্যাচটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ। ’

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, মে ২৯, ২০২২
এআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।