ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

উৎসবের অপেক্ষায় কিংস

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৯ ঘণ্টা, জুলাই ১৭, ২০২২
উৎসবের অপেক্ষায় কিংস

নতুন এক ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে দাড়িয়ে বসুন্ধরা কিংস। প্রিমিয়ার লিগে অভিষেকেই হ্যাটট্রিক শিরোপা জয়ের দ্বারপ্রান্তে দাড়িয়ে তারা।

শিরোপা জয়ের পথে মাত্র তিন পয়েন্ট দূরত্বে রয়েছে অস্কার ব্রুজোনের শিষ্যরা। আগামীকাল (১৮ জুলাই) মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ট ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে সাইফ স্পোর্টিং ক্লাবের বিপক্ষে মাঠে নামবে কিংস। এই ম্যাচে জয় পেলেই শিরোপা নিশ্চিত। লেখা হবে নতুন ইতিহাস।  

প্রিমিয়ার লিগে এর আগে একমাত্র দল হিসেবে আবাহনী জিতেছিল হ্যাটট্রিক শিরোপা। তবে অভিষেকেই হ্যাটট্রিক শিরোপা জয়ের কীর্তি অন্য কোনও দলের নেই। এখানেই অনন্য বসুন্ধরা কিংস। পেশাদার ফুটবলে বসুন্ধরা কিংস যাত্রা শুরু করার পর থেকে বদলে গেছে দেশের ফুটবলের দৃশ্যপট। মানসম্পন্ন ফুটবল দিয়ে মাঠে দর্শকদের হৃদয় জয় করেছে তারা।

যদিও বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্বে এসে ভাল ফুটবল খেলছে সাইফ স্পোর্টিং ক্লাব। সর্বশেষ ৫ ম্যাচের মধ্যে ক্রুসিয়ানির দল তিনটি জিতেছে, একটি ড্র করেছে ও একটি হেরেছে। ফর্মে থাকা এই দলকে হারিয়েই ২ ম্যাচ হাতে রেখে চ্যাম্পিয়ন হওয়া নিশ্চিত করতে চায় অস্কার ব্রুজোনের দল। প্রথম পর্বের খেলায় কিংস জিতেছিল ৪-৩ গোলে। সেই ধারাবাহিকতা আগামীকালের ম্যাচেও ধরে রাখতে চাইবে কিংসরা।

১৯ ম্যাচ শেষ বসুন্ধরা কিংসের পয়েন্ট ৪৮। আগামীকাল সোমবার জিতলে হবে ৫১। তখন পেছনে থাকা আবাহনী বাকি তিন ম্যাচ জিতলেও কাজ হবে না। আবাহনীর ১৯ ম্যাচে পয়েন্ট ৪১।

আগামীকাল সাইফ স্পোর্টিং ক্লাবকে হারিয়ে শিরোপা জয়ের আনন্দে মাতবে বসু্ন্ধরা কিংস, না অপেক্ষা দীর্ঘ হবে তা সময়ই বলে দিবে।

বাংলাদেশ সময়: ১৮৪৯ ঘণ্টা, জুলাই ১৭, ২০২২
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।