ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

মেসির বক্তব্য শুনে মাঠে নেমে যেতে ইচ্ছে করেছিল কোচের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৮ ঘণ্টা, জুলাই ১৭, ২০২২
মেসির বক্তব্য শুনে মাঠে নেমে যেতে ইচ্ছে করেছিল কোচের

কোপা আমেরিকা দিয়ে দীর্ঘদিনের আক্ষেপ শেষ হয়েছে আর্জেন্টিনার। প্রথমবারের মতো আন্তর্জাতিক শিরোপার দেখা পেয়েছেন লিওনেল মেসিও।

তার নেতৃত্বেই ২৮ বছর পর শিরোপা জিতেছে আলবিসেলেস্তেরা। কোপার ফাইনালে তারা ব্রাজিলকে হারায় তাদের মাটিতেই।  

এই ম্যাচের আগে ড্রেসিং রুমে সতীর্থদের উদ্দেশ্যে বক্তব্য দিয়েছিলেন মেসি। ওই সময় সেখানে ছিলেন কোচিং স্টাফের সদস্য পাবলো আইমার। একসময় তিনিও খেলেছেন আর্জেন্টিনার হয়ে। মেসির বক্তব্য শোনার পর নাকি আইমারের নিজেরই মাঠে নেমে যেতে ইচ্ছে করেছিল।

দি স্পোর্টস রেডিওকে সাক্ষাৎকারে আইমার বলেছেন, ‘আমি ড্রেসিং রুমে ছিলাম কিন্তু মারাকানায় মেসির বক্তব্য শোনার পর ইচ্ছে করেছে আমি নিজেই খেলতে নেমে যাই। আমার এটা মনে আছে আর আমি কান খাড়া করে শেষ অবধি শুনেছিলাম তার বক্তব্য। ’ 

অধিনায়ক হিসেবে কাছ থেকে মেসিকে কেমন দেখেন আইমার? জবাবে তিনি বলেছেন, ‘জাতীয় দল শুধু মেসি নয়। সে আমাদেরকে ভালো বানাচ্ছে, আমাদেরও তাকে সেরা হতে সাহায্য করে যেতে হবে। মেসির মধ্যে আমি দেখি অধিনায়কত্বের আর্মব্যান্ড হাতে তোলা কতটা অর্থবহ। ’

‘সঠিক শব্দ ব্যবহার করে আর ছেলেদের একজন হয়ে। মাঝেমধ্যে সে ছেলেদের সঙ্গে সিরিয়াস থাকে। সে সব জায়গাতেই এটা দেখায়। মেসির মধ্যে আমি ইতিবাচক নেতার অনেক গুণ দেখি। সে এমন একজন যে কঠিন সময়ে সবসময় থাকে। ’

বাংলাদেশ সময় : ১৯৩৫, জুলাই ১৭, ২০২২
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।