এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ এর বাছাই পর্বের ম্যাচে কাতারের বিপক্ষে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ যুব দল। ফলে বাছাইপর্ব পেরিয়ে মূল পর্বে খেলা অনেকটাই অনিশ্চিত হয়ে পড়লো যুবাদের।
কাতারের হয়ে হ্যাটট্রিক করেছেন আহমেদ আল রাউই। ম্যাচের শুরু থেকেই আক্রমণ প্রতিআক্রমণে খেলা জমে উঠে। তবে বাংলাদেশের আক্রমণ গুলো গুছিয়ে ওঠার সময়ই আটকে দিচ্ছিল কাতার। অন্যদিকে গোছানো আক্রমণে বাংলাদেশের রক্ষণে বারবারই ভীতি ছড়াচ্ছিল এবারের বিশ্বকাপের স্বাগতিকরা।
ম্যাচে বেশ কিছু সুযোগ তৈরি করলেও শেষ পর্যন্ত ভালো ফিনিশিংয়ের অভাবে গোল পাচ্ছিলেন না তানভীর-নোভারা। কাতারের আক্রমণ গুলো বেশ ভালোভাবেই সামলে নিচ্ছিল বাংলাদেশ। ম্যাচের ২২ মিনিটেই গোল করে কাতারকে এগিয়ে নেন আল রাউই। সতীর্থের ক্রস থেকে দারুণ গোলে দলকে এগিয়ে নেন তিনি।
১-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় দুই দল। বিরতির পর গোল শোধের জন্য মরিয়া হয়ে উঠে বাংলাদেশ। তবে ৬০ মিনিটে আবারও রাউই’র গোলে এগিয়ে যায় কাতার। গোলরক্ষক শান্ত কুমার রায়ের হাত গলে বেরিয়ে যাওয়া বলে শট নিয়ে দলের ব্যবধান দ্বিগুণ করেন তিনি।
ম্যাচের যোগ করা সময়ে হ্যাটট্রিক পূরণ করেন রাউই। পেনাল্টি থেকে গোল করে নিজের হ্যাটট্রিক পূরণ করেন এই ফরোয়ার্ড।
বাংলাদেশ সময়:: ১১২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০২২
এআর