বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় ১০টি ক্লাব ফুটবল দলের অংশগ্রহণে গত ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছিল বাফুফে অ-১৮ ফুটবল লিগ। আজ (২৪ অক্টোবরর) কমলাপুরস্থ বীর শ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে পর্দা নামলো অ-১৮ ফুটবল লিগের।
৩৩ মিনিটে গোল করে শেখ রাসেলকে লিড এনে দেন রাজু। ম্যাচের ৪২ মিনিটে রাফিউলের গোলে ২-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় শেখ রাসেল। ম্যাচের ৫০ মিনিটে নাবিদুলের গোলে ব্যবধান কমায় রহমতগঞ্জ। যোগ করা সময়ের শেষ মুহূর্তে শেখের গোলে ম্যাচ ড্র করে রহমতগঞ্জ।
এবারের আসরে দ্বিতীয় স্থান অধিকার করেছে বসুন্ধরা কিংস যুব দল। ম্যাচের পর বসুন্ধরা কিংস যুব দলের হাতে রানার্স-আপ ট্রফি তুলে দেয়া হয়। এবারের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের নাইমুল তালুকদার। লিগের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন শেখ জামাল ধানমন্ডী ক্লাবের শ্রী জয় দাস। ফেয়ার প্লে ট্রফি জিতেছে বাংলাদেশ পুলিশ এফসি।
বাংলাদেশ সময়: ২১৩৩ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২২
এআর