ঢাকা, শুক্রবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ নভেম্বর ২০২৪, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

বিশ্বকাপ শেষ টিমো ভেরনারের

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৪ ঘণ্টা, নভেম্বর ৫, ২০২২
বিশ্বকাপ শেষ টিমো ভেরনারের

গোড়ালির গাঁটের চোটের কারণে এ বছর আর মাঠে নামা হচ্ছে না টিম ভেরনারের। ফলে কাতার বিশ্বকাপ খেলা হচ্ছে না এই ২৬ বছর বয়সী জার্মান স্ট্রাইকারের।

 

চ্যাম্পিয়নস লিগে গত বুধবার শাখতার দোনেৎস্কের বিপক্ষে ম্যাচে লিপজিগের শুরুর একাদশে ছিলেন ভেরনার। প্রথমার্ধের শুরু থেকে মাঠেও ছিলেন তিনি। কিন্তু চোট পাওয়ার পর দ্বিতীয়ার্ধে আর নামেননি এই তরুণ স্ট্রাইকার।  

ভেরনারের ছিটকে পড়াকে 'খুবই খারাপ খবর' হিসেবে অভিহিত করেছেন জার্মান কোচ হ্যান্সি ফ্লিক। তিনি বলেন, ‘ভেরনারের ছিটকে পড়া আমাদের জন্য খুবই খারাপ খবর। ওর জন্য দুঃখ হচ্ছে, বিশ্বকাপে খেলতে পারছে না। ওকে না পাওয়ায় বড় ক্ষতি হলো আমাদের। এমন একজনকে হারালাম যাকে আমাদের খুব দরকার ছিল। ’

জার্মানির জার্সিতে ৫৫ ম্যাচে ২৪ গোল করেছেন ভেরনার। দেশটির আক্রমণভাগে মূল স্ট্রাইকার হিসেবে খেলছিলেন তিনি।  

বাংলাদেশ সময়: ১২২৪ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০২২
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।