কাতার বিশ্বকাপকে সামনে রেখে ইতালির তুরিনে অনুশীলন করছে ব্রাজিল। অনুশীলনে ভিন্ন কিছু করার চেষ্টা করল সেলেসাওরা।
চ্যালেঞ্জটা ছিল কে কত সহজে বলের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারেন। সেক্ষেত্রে ৩০ মিটার উঁচু থেকে ড্রোনের মাধ্যমে মাটিতে ছোড়া হতো বল। রাফিনিয়া, আন্তনি, এদের মিলিতাও, ভিনিসিয়ুস জুনিয়র কেউই বলকে বাগে আনতে পারেননি । বিশেষ করে আন্তনির ব্যর্থতায় হেসে ফেটে পড়েন বাকি সতীর্থরা। কেননা তিনি কাছে পৌঁছানোর আগেই বল মাটিতে স্পর্শ করে। তবে রিচার্লিসন অবশ্য ব্যর্থ হননি।
তার থেকেও পায়ের সুনিপুণ দক্ষতায় উপর থেকে নিচে নামা বলটি নিয়ন্ত্রণে নেন নেইমার। তাতে উল্লাসে ফেটে পড়েন বাকি সতীর্থরা। তাই অনুমিতভাবেই ট্রফিটা দেওয়া হয় এই ফরোয়ার্ডকে। বরাবরের মতো এবারো বিশ্বকাপের ফেভারিট ব্রাজিল। গ্রুপ 'জি'তে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের প্রতিপক্ষ সার্বিয়া, সুইজারল্যান্ড ও ক্যামেরুন।
বাংলাদেশ সময়: ১৯০১ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২২
এমএইচএম/এএইচএস
Out of all the players, only Richarlison (30 meters) and Neymar Jr (35 meters) were able to complete this touch. pic.twitter.com/LInbS0tKKG
— Brasil Football ?? (@BrasilEdition) November 14, 2022