বার্সেলোনায় ফিরতে পারেন লিওনেল মেসি! চমকে যাওয়ার কারণ নেই। এমন গুজব প্রায়শই রচিত হয়।
সাবেক সতীর্থ এজেকুয়েল লাভেজ্জির সঙ্গে আলাপে নিজের ভবিষ্যত সম্পর্কে কিছুটা ইঙ্গিত দেন মেসি। বার্সেলোনার ফেরার সম্ভাবনা নিয়ে তার ভাষ্য, 'আমার প্যারিস বেশি ভালো লাগে, শহরটা ঘুরে দেখার পর বেশ চমৎকার লেগেছে। আমার প্রথম বছরে বড় একটি পরিবর্তন ছিল, ঘটনাটা হুট করেই হয়ে গেছে। '
মেসি আরো বলেন, 'বার্সেলোনা ছেড়ে যাওয়া আমার লক্ষ্য ছিল না এবং সবকিছু আকস্মিকভাবে হয়ে গেল। লম্বা সময় ও কিছু কঠিন মুহূর্তের পর, এখন যেখানে থাকছি, সেখানে সুখে আছি আমি। আমার পরিবার ও আমি প্যারিস উপভোগ করছি। '
প্রায় ২০ বছর মতো সময় বার্সেলোনা কাটিয়েছেন মেসি। অনেক উত্থান-পতনের সাক্ষী তিনি। কিন্তু প্রাণপ্রিয় ক্লাবটি থেকে রাতারাতিই চলে যেতে হলো তাকে।
মেসি বলেন, 'বার্সেলোনা ছেড়ে চলে যাওয়া কঠিন ছিল, আমরা আমাদের পুরো জীবনটা একই জায়গায় কাটিয়েছি। অন্য কোথাও যাইনি, তাই জানতাম না ছেড়ে যেতে কেমন লাগে। আমি এমনটা আশা করিনি, এসব খুবই দ্রুত ঘটে এবং আমাকে রাতারাতি বার্সেলোনা ছাড়তে হয়েছে। '
মেসি যোগ করেন, 'আমরা এক নতুন পরিবেশের মধ্যে খুঁজে নিয়েছি নিজেদের। বার্সেলোনায় আমাদের জীবন, বন্ধু, অভ্যাস ছিল। তা ছেড়ে এসে আমাদের অন্য ভাষা, অন্য পরিবেশ, ভিন্ন জায়গা ও ভিন্ন ধরণের ফুটবলের সঙ্গে মিশতে হয়েছে। এটা কঠিন ছিল, তবে আজ আমি সবকিছুই উপভোগ করছি, সঙ্গে ফুটবলটাও। '
বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২২
এএইচএস