ঢাকা, বৃহস্পতিবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২১ নভেম্বর ২০২৪, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

ওমিক্রনের নতুন ভ্যারিয়েন্ট ঠেকাতে ৪ দেশের যাত্রীদের পরীক্ষার নির্দেশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১২ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২২
ওমিক্রনের নতুন ভ্যারিয়েন্ট ঠেকাতে ৪ দেশের যাত্রীদের পরীক্ষার নির্দেশ

ঢাকা: ওমিক্রনের সাব-ভ্যারিয়েন্ট বিএফ-৭ এর সংক্রমণ ঠেকাতে চীনসহ চার দেশ থেকে আসা যাত্রীদের স্থল, নৌ ও বিমানবন্দরে বিশেষ পরীক্ষার নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৭ ডিসেম্বর)মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার এ তথ্য জানিয়েছেন।

এদিন বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। এর আগে সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে কোভিড পরিস্থিতি নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, এ বিষয়ে আমরা অবহিত করেছি যেটা সোমবার সচিব সভায় আমরা বিস্তারিত আলোচনা করেছি; সেটাই আজ মন্ত্রিসভা ও প্রধানমন্ত্রীকে আমরা জানিয়েছি।

তিনি বলেন, আমরা প্রথম পদক্ষেপ যেটা নিয়েছি তা হলো- যেসব দেশে বিশেষ করে এই নতুন ভ্যারিয়েন্ট দেখা যাচ্ছে সেসব দেশের নাগরিক যারা বিমানবন্দর, স্থলবন্দর ও নৌবন্দর দিয়ে আমাদের দেশে আসছেন তাদের পৃথকভাবে পরীক্ষা করে তবেই ঢোকানো হচ্ছে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, সোমবার এ নির্দেশনা জারির পর ঢাকায় শাহজালাল বিমানবন্দরের চারটি বুথে এ কার্যক্রম শুরু হয়েছে এবং চারজনকে আইসোলেশনে নেওয়া হয়েছে। আমরা দ্রুত পদক্ষেপ নিয়ে কাজ শুরু করেছি।

তিনি বলেন, আমাদের এটা ছিল। তবে, প্রকোপ কমে যাওয়ার কারনে স্থগিত ছিল এখন আমরা এগুলো আবার চালু করছি। এটা মুলত চারটি দেশের কথা আমরা জানি। এরমধ্যে চীন আছে। তবে অন্য দেশগুলোর নাম এই মুহূর্তে বলতে পারছি না।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, ডিসেম্বর ২৭,২০২২
জিসিজি/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।