ঢাকা, বৃহস্পতিবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২১ নভেম্বর ২০২৪, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

সাতক্ষীরা মেডিকেল কলেজে হিস্টোপ্যাথলজি ল্যাব উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩০ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২২
সাতক্ষীরা মেডিকেল কলেজে হিস্টোপ্যাথলজি ল্যাব উদ্বোধন

সাতক্ষীরা: সাতক্ষীরা মেডিকেল কলেজে হিস্টোপ্যাথলজি ল্যাব উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৮ ডিসেম্বর) সকাল ১০টায় কলেজের এক্সাম হলে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ল্যাবের উদ্বোধন করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

অনুষ্ঠানে সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. রুহুল কুদ্দুছের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. কাজী আরিফ আহমেদ, সাতক্ষীরার সিভিল সার্জন ডা. সবিজুর রহমান, সাতক্ষীরা বিএমএর সাধারণ সম্পাদক ডা. মনোয়ার হোসেন, গাইনি বিভাগীয় প্রধান ডা. শঙ্কর প্রসাদ বিশ্বাস, ডা. অভিজিত গুহ, ডা. মো. দেলোয়ার হোসেন।

হিস্টোপ্যাথলজি ল্যাব সম্পর্কে বক্তব্য দেন ডা. শাহারিয়ার মামুন ও প্রভাষক ডা. সাদিক প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন- সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী সুজন, সাতক্ষীরা মেডিকেল কলেজের আরএমও ডা. আহমেদ আল-মারুফ, জুনিয়র কার্ডিওলজি কনসালটেন্ট ডা. সুমন কুমার দাস প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ডা. সুতপা চ্যাটার্জী ও ডা. আলমগীর হোসেন।  

বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।