ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

নিপাহ ভাইরাসে মৃত সোয়াদের বাড়িতে আইইডিসিআরের প্রতিনিধিদল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২০ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২৩
নিপাহ ভাইরাসে মৃত সোয়াদের বাড়িতে আইইডিসিআরের প্রতিনিধিদল

পাবনা: নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে সাত বছরের শিশু সোয়াদের মৃত্যুর ঘটনা পর্যবেক্ষণে পাবনার ঈশ্বরদীতে শিশুটির বাড়ি পরিদর্শন করেছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) প্রতিনিধিদল।  
আইইডিসিআরের সায়েন্টিফিক অফিসার ডা. কাইয়ুমের নেতৃত্বে ঢাকা থেকে ১২ সদস্যের প্রতিনিধিদলটি সোমবার (২৩ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে সোয়াদের বাড়িতে পৌঁছায়।

এসময় সেখানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসমা খান উপস্থিত ছিলেন।

প্রতিনিধিদলের সদস্যরা সোয়াদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং খেজুরের রস প্রসঙ্গে বিস্তারিত জানতে চান।

প্রতিনিধিদলের প্রধান ডা. কাইয়ুম গণমাধ্যমের কাছে এ বিষয়ে তাৎক্ষণিক কিছু জানাতে চাননি। তিনি বলেন, ঢাকায় ফিরে অফিশিয়ালি এ বিষয়ে জানানো হবে।

নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে সোমবার (২৩ জানুয়ারি) ভোরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোয়াদ মারা যায়। সে ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের দিঘা গ্রামের সানাউল হোসেনের ছেলে।

বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২৩
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।