ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

স্বাস্থ্য

দেশে ই-সিগারেটের ব্যবসা করতে দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৪ ঘণ্টা, জুন ১১, ২০২৩
দেশে ই-সিগারেটের ব্যবসা করতে দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকা: স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ইতোমধ্যে ই-সিগারেট নিষিদ্ধ করার প্রস্তাবনা দেওয়া হয়েছে। দেশে ই-সিগারেটের ব্যবসা করতে দেওয়া হবে না—এ বিষয়ে শক্ত অবস্থানে আছি।

রোববার (১১ জুন) রাজধানীর ওসমানী মিলনায়তনে স্বাস্থ্যসেবা বিভাগের ‘তামাক নিয়ন্ত্রণে জাতীয় সম্মাননা-২০২৩’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে খাদ্য ফলন বৃদ্ধি পেয়েছে, বর্তমানে খাদ্য উৎপাদন ৪ কোটি টন। কৃষক পর্যায়ে তামাক উৎপাদন কমেছে। যদি আরও কমে তাহলে আমাদের যেটুকু খাদ্য আমদানি করতে হয়, সেটুকুও লাগবে না। তাই এ বছর আমাদের প্রতিপাদ্য—‘তামাক নয়, খাদ্য ফলান’।

জাহিদ মালেক আরও বলেন, এ বছর তামাকের ওপরে ট্যাক্স বাড়বে। তবে আমাদের লক্ষ্য তামাক থেকে ট্যাক্স আহরণ নয় বরং কৃষি উৎপাদন বাড়িয়ে সে খাত থেকে কর আদায়।

তামাকের ক্ষতিকর দিক সম্পর্কে স্বাস্থ্যমন্ত্রী বলেন, তামাকের কারণে ১ লাখ ৬০ হাজার মানুষের মৃত্যু হয়, মৃত ব্যক্তির পরিবারের অর্থনীতির ওপরে অন্ধকার নেমে আসে। সার্বিকভাবে স্বাস্থ্যসেবায় ক্ষতি হচ্ছে।

মন্ত্রী আরও বলেন, অসংক্রামক ব্যাধি ক্যানসার, কিডনি ফেইলিয়ার—এগুলো অনেক বৃদ্ধি পেয়েছে। তামাকজনিত কারণে এসব বেশি হয়ে থাকে।

সরকারের স্বাস্থ্যসেবার উন্নয়ন সম্পর্কে তিনি বলেন, সরকার ৩০ হাজার শয্যা থেকে বৃদ্ধি করে ৬০ হাজার শয্যা করেছে হাসপাতালগুলোতে।

স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আনোয়ার হোসেন হাওলাদারের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্য হাবিবে মিল্লাত মুন্না, রেলসচিব ড. হুমায়ুন কবির।

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, জুন ১১, ২০২৩
এনবি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।