ফরিদপুর: জেলার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনজন মারা গেছেন। এছাড়া গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে ভর্তি হয়েছেন ১৪৫ জন।
বৃহস্পতিবার (১০ আগস্ট) সকালে তিন জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন হাসপাতালটির পরিচালক ডা. মো. এনামুল হক।
মারা যাওয়া ব্যক্তিরা হলেন সদর উপজেলার গেরদা ইউনিয়নের কেশবনগর গ্রামে সুকুমার (৭৭), ভাঙ্গা উপজেলার কাউলীবেড়া ইউনিয়নের কামারকান্দা গ্রামের আ. রাজ্জাক শেখ (৪২) ও রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার সালমা বেগম (৪২)।
ডা. এনামুল হক জানান, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মঙ্গলবার (০৮ আগস্ট) সুকুমার নামে এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় বুধবার মারা যান তিনি। অপরদিকে, সালমা বেগমও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মঙ্গলবার ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে তিনি মারা যান। এছাড়া বৃহস্পতিবার (১০ আগস্ট) ভোরে আ. রাজ্জাক শেখ চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
তিনি আরও জানান, বর্তমানে হাসপাতালটিতে ১৯৫ জন রোগী চিকিৎসাধীন।
জেলার সিভিল সার্জন ডা. মো. ছিদ্দীকুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ১৪৫ জন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ৩৮৩ জন চিকিৎসাধীন।
তিনি আরও জানান, হাসপাতালগুলোয় চিকিৎসাধীন অবস্থায় এ পর্যন্ত মারা গেছেন ১০ জন। এর মধ্যে রাজবাড়ী জেলার চারজন, ফরিদপুরের চারজন, মাগুরা জেলার একজন ও মাদারীপুরের একজন।
জেলায় এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দুই হাজার ২৮২ জন। এর মধ্যে এক হাজার ৮৯০ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৪২৯ ঘণ্টা, আগস্ট ১০, ২০২৩
এসআইএ