ঢাকা, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২, ০৯ মে ২০২৫, ১১ জিলকদ ১৪৪৬

স্বাস্থ্য

ডেঙ্গু প্রতিরোধে আবারও মাঠে সিলেট জেলা প্রশাসন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১১, অক্টোবর ১, ২০২৩
ডেঙ্গু প্রতিরোধে আবারও মাঠে সিলেট জেলা প্রশাসন

সিলেট: ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে সিলেট জেলা প্রশাসন।   

রোববার (১ অক্টোবর) দিনভর সিলেট মহানগর, জেলার ১৩টি উপজেলা ও পাঁচটি পৌরসভা এবং ১০৫টি ইউনিয়নের ৯৪৫টি ওয়ার্ডে একযোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা শুরু হয়।

সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের নির্দেশনায় জেলা প্রশাসক শেখ রাসেল হাসানের তত্বাবধানে সকাল ৯টায় জেলা প্রশাসক কার্যালয় থেকে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এতে সব সরকারি দপ্তর, শিক্ষা-প্রতিষ্ঠান, এনজিও, ব্যাংক-বীমা, শপিং মল ও বাসা-বাড়িতে একযোগে পরিচ্ছন্ন কাজ করা হয়। এরআগে ১৩ আগস্ট একই কার্যক্রম পরিচালনা করেছিল জেলা প্রশাসন।

সংশ্লিষ্টরা বলছেন, মশাবাহিত রোগ ডেঙ্গুকে প্রতিরোধ করতে সবাইকে সচেতন হতে হবে। বৃষ্টির পানি কোথাও যেন জমে না থাকে-সেদিকে সবার খেয়াল রাখা জরুরি। ডেঙ্গু মশার আক্রমণ থেকে রক্ষা পেতে বাড়ির আশপাশের জঙ্গল কেটে পরিষ্কার করতে হবে। গ্রামে-গঞ্জে সবাই পরিষ্কার-পরিচ্ছনতা অভিযান করলে সিলেটকে ডেঙ্গুমুক্ত করা সম্ভব হবে।

বাংলাদেশ সময়: ১৭০৯ ঘণ্টা, অক্টোবর ০১, ২০২৩
এনইউ/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

স্বাস্থ্য এর সর্বশেষ