ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

ফরিদপুরে বিনামূল্যে স্তন-জরায়ু মুখ ক্যান্সারের পরীক্ষা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৯ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২৩
ফরিদপুরে বিনামূল্যে স্তন-জরায়ু মুখ ক্যান্সারের পরীক্ষা 

ফরিদপুর: জেলায় নারীদের জন্য বিনামূল্যে স্তন ও জরায়ু মুখ ক্যান্সারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।  

শনিবার (২৫ নভেম্বর) সকালে জেলার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে রোটারি ক্লাব অব ফরিদপুর নিউ নিউটনের আয়োজনে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়।

রোটারি ক্লাব অব ফরিদপুর নিউ টাউনের সভাপতি মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রফেসর ডা. সাবেরা খাতুন, প্রফেসর ডা. নাজমা হক, খন্দকার বদরুল হাসান, ডা. সেটা নূর নাহার এবং ক্লাবটির সাবেক সভাপতি ডা. মো. ইউনুস ও রাজ কুমার ঘোষ।  

এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে আউটডোরে সকাল থেকে দুপুর পর্যন্ত প্রায় শতাধিক ৩০ বছরের ঊর্ধ্বে নারীদের বিনামূল্যে স্তন ও জরায়ু- মুখ ক্যান্সারের পরীক্ষা করা হয়।

বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২৩
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।