নেত্রকোনা: নেত্রকোনার পূর্বধলা উপজেলার মাতাং সিনিয়র ইসলামিয়া মাদ্রাসার ২৫ ছাত্রী অজ্ঞাত রোগে আক্রান্ত হয়েছে। তারা হঠাৎ করেই অজ্ঞান হয়ে পড়ে।
মঙ্গলবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। অসুস্থ ছাত্রীদেরকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে পূর্বধলার মাতাং সিনিয়র ইসলামিয়া মাদ্রাসার অধ্যক্ষ সিরাজুল ইসলাম বাংলানিউজকে জানান, মঙ্গলবার দুপুরে প্রথমে ৬ ছাত্রী খিছুনী দিয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়। পরবর্তীতে ধীরে ধীরে অসুস্থ ছাত্রীদের সংখ্যা বাড়তে থাকে। বর্তমানে ২৫ ছাত্রী এ রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।
এ ব্যাপারে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার নীল-উৎপল তালুকদার বাংলানিউজকে জানান, এ রোগ সাধারণত ছাত্রীদের হয়ে থাকে এবং এ রোগের সঠিক কারণ এখন পর্যন্ত নির্ণয় করা সম্ভব হয়নি।
বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, জুন ০৩, ২০১২
প্রতিবেদন: হানিফ উল্লাহ আকাশ/সম্পাদনা: প্রভাষ চৌধুরী ও ওবায়দুল্লাহ সনি, নিউজরুম এডিটর