ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

যশোরে ১ লাখ ২৩ হাজার কিশোরী পাবে প্যাপিলোমা ভ্যাকসিন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৬ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২৪
যশোরে ১ লাখ ২৩ হাজার কিশোরী পাবে প্যাপিলোমা ভ্যাকসিন

যশোর: যশোরে মেয়েদের জরায়ুমুখের ক্যানসার প্রতিরোধে বিনামূল্যে ‘হিউম্যান প্যাপিলোমা ভাইরাস’ (এইচপিভি) টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে বৃহস্পতিবার (২৪ অক্টোবর)।

এদিন সকাল ৮টায় শহরের কালেক্টরেট স্কুলে টিকাদান ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক আজহারুল ইসলাম।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফের সহায়তায় জেলায় ১৮ দিনব্যাপী এ টিকাদান কর্মসূচি চলবে। এ উপলক্ষে বুধবার (২৩ অক্টোবর) জেলা সিভিল সার্জন কার্যালয়ে স্থানীয় ও জাতীয় সংবাদ মাধ্যমে কর্মরত সাংবাদিকদের সঙ্গে ওরিয়েন্টেশন সভার আয়োজন করা হয়েছিল।

সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. তৌহিদ পারভেজের সঞ্চালনায় ও সিভিল সার্জনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান। পরে ভিডিও প্রজেক্টরের মাধ্যমে হিউম্যান পাপিলোমা ভাইরাস টিকা সম্পর্কে ডা. রেহেনেওয়া প্রবন্ধ উপস্থাপন করেন।  

এ সময় অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডেপুটি সিভিল সার্জন ডা. নাজমুস সাদিক রাসেল, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন প্রমুখ।

সভায় ডেপুটি সিভিল সার্জন ডা. নাজমুস সাদিক রাসেল বলেন, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এক মাসব্যাপী জেলার সব উপজেলায় কিশোরীদের হিউম্যান প্যাপিলোমা ভাইরাস প্রতিরোধী টিকা হবে। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত ৫ম থেকে ৯ম শ্রেণির কিশোরীদের এ ভ্যাকসিন দেওয়া হবে। যশোরে এক লাখ ২৩ হাজার ১৬০ কিশোরীকে ভ্যাকসিন দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪০৬ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২৪
ইউজি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।