ঢাকা, রবিবার, ২৬ আশ্বিন ১৪৩২, ১২ অক্টোবর ২০২৫, ১৯ রবিউস সানি ১৪৪৭

স্বাস্থ্য

এএফওএমপির সভাপতি হলেন বাংলাদেশের ড. হাসিন অনুপমা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১৯, অক্টোবর ১১, ২০২৫
এএফওএমপির সভাপতি হলেন বাংলাদেশের ড. হাসিন অনুপমা

ঢাকা: বাংলাদেশের প্রখ্যাত মেডিক্যাল ফিজিক্স বিশেষজ্ঞ প্রফেসর ড. হাসিন অনুপমা আজহারি এশিয়া-ওশেনিয়া ফেডারেশন অব অর্গানাইজেশনস ফর মেডিক্যাল ফিজিক্স (AFOMP)-এর সভাপতি নির্বাচিত হয়েছেন। এই নির্বাচনের মাধ্যমে তিনি AFOMP-এর ইতিহাসে প্রথম বাংলাদেশি এবং অস্ট্রেলিয়ার প্রফেসর ইভা বেজাকের পর দ্বিতীয় নারী হিসেবে এই মর্যাদাপূর্ণ সংগঠনের সর্বোচ্চ পদে নির্বাচিত হলেন।

 

২০২৫-২০২৮ মেয়াদে তিনি এই মর্যাদাপূর্ণ পদে দায়িত্ব পালন করবেন, যা এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ২৫টিরও বেশি দেশের মেডিক্যাল ফিজিক্স সংস্থাগুলোর সমন্বয়ে গঠিত সংঘের নেতৃত্ব দেবে।

প্রফেসর আজহারি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (UIU)-এর সেন্টার ফর বায়োমেডিক্যাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং-এর ডিরেক্টর এবং প্রফেসর। তিনি গণবিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল ফিজিক্স অ্যান্ড বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রাক্তন চেয়ারম্যান এবং ফিজিক্যাল অ্যান্ড ম্যাথেম্যাটিক্যাল সায়েন্সেসের প্রাক্তন ডিন। বাংলাদেশ মেডিক্যাল ফিজিক্স সোসাইটি (BMPS)-এর প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে তিনি দেশে মেডিক্যাল ফিজিক্স শিক্ষা ও গবেষণার ভিত্তি স্থাপন করেছেন। তিনি বাংলাদেশের প্রথম নারী মেডিক্যাল ফিজিসিস্ট এবং একমাত্র মেডিক্যাল ফিজিক্স কোর্সের প্রথম নারী চেয়ারম্যান।  

বাংলাদেশের জন্য এত বড় অর্জন সম্পর্কে ড. অনুপমা বলেন, সভাপতি নির্বাচিত হওয়া আমার জন্য শুধু সম্মান নয়, বাংলাদেশের মেডিক্যাল ফিজিক্স ক্ষেত্রকে বিশ্ব মঞ্চে তুলে ধরার এক অভূতপূর্ব সুযোগ। আমাদের দেশে ক্যান্সার চিকিৎসার উন্নতির জন্য আধুনিক প্রযুক্তি, দক্ষ জনশক্তি এবং আন্তর্জাতিক সহযোগিতা অপরিহার্য। আমি বিশ্বাস করি, গবেষণা, শিক্ষা এবং প্রাথমিক স্ক্রিনিংয়ের মাধ্যমে আমরা প্রতিটি ক্যান্সার রোগীর জন্য নিরাপদ ও কার্যকর চিকিৎসা নিশ্চিত করতে পারি। আমার স্বপ্ন বাংলাদেশের প্রতিটি কোনে মেডিক্যাল ফিজিক্সের আলো ছড়িয়ে দেওয়া এবং তরুণ বিজ্ঞানীদের, বিশেষ করে নারীদের, এই ক্ষেত্রে এগিয়ে আসতে উৎসাহিত করা।  

তিনি গত ৭ বছর ধরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করে সরকারি পর্যযায়ে বাংলাদেশে ‘মেডিক্যাল ফিজিসিস্ট’ পদ সৃষ্টির আন্দোলনের সঙ্গে যুক্ত রয়েছেন, যা বাংলাদেশে ক্যান্সার চিকিত্সা এবং রেডিয়োলজিক্যাল সুরক্ষায় বৈপ্লবিক পরিবর্তন আনবে।

এছাড়া প্রফেসর আজহারি সাউথ এশিয়া সেন্টার ফর মেডিক্যাল ফিজিক্স অ্যান্ড ক্যান্সার রিসার্চ (SCMPCR)-এর সিইও হিসেবে ক্যান্সার চিকিত্সা এবং রেডিয়েশন থেরাপিতে উন্নত প্রযুক্তির প্রয়োগে নেতৃত্ব দিচ্ছেন।  

এএফওএমপি (AFOMP)-এর সেক্রেটারি জেনারেল (২০১৯-২০২২) এবং ভাইস প্রেসিডেন্ট (২০২৩-২০২৫) হিসেবে তিনি এওসিএমপি (AOCMP) ২০২১ কংগ্রেসের সফল আয়োজন করেন, যা হাইব্রিড মোডে ঢাকায় অনুষ্ঠিত হয়।  

আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনে তার অবদান অসাধারণ। ২০১৮ সালে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মেডিক্যাল ফিজিক্স (IOMP)-এর ‘ইন্টারন্যাশনাল ডে অব মেডিক্যাল ফিজিক্স (IDMP) অ্যাওয়ার্ড’ এবং ২০২০ সালে AFOMP-এর ‘আউটস্ট্যান্ডিং মেডিক্যাল ফিজিসিস্ট অ্যাওয়ার্ড’ লাভ করেন। তিনি IOMP-এর ফেলো, OWSD-এর সদস্য এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব উইমেন সায়েন্টিস্টস (BAWS)-এর ভাইস প্রেসিডেন্ট। ICTP-এর রেগুলার অ্যাসোসিয়েট মেম্বার হিসেবে তিনি ইউরোপিয়ান সোসাইটি ফর থেরাপিউটিক রেডিওলজি অ্যান্ড অনকোলজি (ESTRO), অ্যাসোসিয়েশন অব মেডিক্যাল ফিজিসিস্টস অব ইন্ডিয়া (AMPI) এবং আমেরিকান অ্যাসোসিয়েশন অব ফিজিসিস্টস ইন মেডিসিন (AAPM)-এর সদস্য। তার ১৪টি গবেষণা প্রকাশনা এবং আন্তর্জাতিক জার্নালে অবদান রয়েছে।

AFOMP মেডিক্যাল ফিজিক্সের শিক্ষা, গবেষণা এবং ক্লিনিক্যাল প্রয়োগের মাধ্যমে এশিয়া-ওশেনিয়া অঞ্চলের স্বাস্থ্যসেবা নতুন কমিটিতে চীনের প্রফেসর জিন সায়ান্স ভাইস প্রেসিডেন্ট, মালয়েশিয়ার ড. আইক হাও নগ সেক্রেটারি জেনারেল এবং থাইল্যান্ডের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর তাওয়েপ সাংহাংথুম ট্রেজারার হিসেবে যোগ দিয়েছেন।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।