ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

বিশ্ব গ্লুকোমা সপ্তাহ শুরু হচ্ছে শনিবার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৯ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৩
বিশ্ব গ্লুকোমা সপ্তাহ শুরু হচ্ছে শনিবার

ঢাকা: শনিবার বিশ্ব গ্লুকোমা সপ্তাহ শুরু হচ্ছে। এ উপলক্ষে বাংলাদেশ গ্লুকোমা সোসাইটি বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে।



নীরব অন্ধত্বের কারণ গ্লুকোমা বিষয়ে সচেতন করার জন্য বিশ্ব গ্লুকোমা সমিতি প্রতিবছরই আয়োজন করে থাকে বিশ্ব গ্লুকোমা সপ্তাহ এবং বিশ্ব গ্লুকোমা দিবস।

রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে সকাল ৯টায় র‌্যালি ও স্ক্রিনিং প্রোগ্রামের উদ্বোধন করা হবে।

অনুষ্ঠানের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা ডা. সৈয়দ মোদাচ্ছের আলী।

দিবসের অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে গ্লুকোমা স্ক্রিনিং অনুষ্ঠান, গ্লুকোমা সচেতনতা বিষয়ক সিম্পোজিয়াম।

উদ্বোধনী অনুষ্ঠানে সার্ক একাডেমি অব অফথালমোলজির প্রেসিডেন্ট প্রফেসর আভা হোসেন, বাংলাদেশ চক্ষু বিজ্ঞান সমিতির সাবেক সভাপতি অধ্যাপক দ্বীন মোহাম্মদ নুরুল হক এবং ওএসবির সভাপতি অধ্যাপক মো. শাহাবউদ্দিন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৩
এসএমএ/সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর, আশিস বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।