রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রচণ্ড গরমে বিভিন্ন এলাকার ৫০ ব্যক্তি ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
শনিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা গেছে সেখানে ১৪ ডাক্তারের মধ্যে উপস্থিত রয়েছেন মাত্র ৪ জন। ডাক্তারদের উপস্থিতি কম থাকায় ডায়রিয়ায় আক্রান্ত রোগীরা চিকিৎসা পাচ্ছেন না বলে অভিযোগ রয়েছে।
বিভিন্ন হাসপাতাল থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, গত কয়েকদিনের দিনের প্রচণ্ড গরমে উপজেলার বিভিন্ন এলাকায় ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে গেছে। গত তিনদিনে স্বাস্থ্য কমপ্লেক্সে ২৪ জন, আল রাফি হাসপাতালে ২৯ জন ও ভুলতা জেনারেল হাসপাতালে সাত জন ডায়রিয়ায় আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. গোলজার হোসেন বলেন, গরমের কারণে পানিশূন্যতা দেখা দেয়। আর এ কারণেই ডায়রিয়া রোগী বেড়ে যাচ্ছে।
হাসপাতালে ডাক্তার উপস্থিত কম থাকার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, মে ১৭, ২০১৪