ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

গার্মেন্ট কর্মীদের স্বাস্থ্যসেবা দেবে আইএসিআইবি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৫
গার্মেন্ট কর্মীদের স্বাস্থ্যসেবা দেবে আইএসিআইবি ফাইল ফটো

ঢাকা: গার্মেন্ট কর্মীদের স্বাস্থ্যসেবা প্রদানে বিজিএমইএ ও আইএসিআইবি’র (ইন্সটিটিউট অব এলার্জি অ্যান্ড ক্লিনিক্যাল ইমিউনলজি অব বাংলাদেশ) মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে।
 
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর বিজিএমইএ ভবনে এ সমঝোতা স্মারক স্বাক্ষর হয়।

এতে বিজিএমইএ’র পক্ষে মহাসচিব এহসানুল ফাত্তাহ ও আইএসিআইবি’র পক্ষে চেয়ারম্যান প্রফেসর মোয়াজ্জেম হোসেন স্বাক্ষর করেন।
 
ক্লিনিক্যাল ও নন-ক্লিনিক্যাল পদ্ধতিতে ঢাকা, সাভার ও আশুলিয়ার ৩৮টি গার্মেন্টে বর্তমানে এ সেবা দিয়ে যাচ্ছে আইএসিআইবি।

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।