জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পাবলিক হেলথ ও ইনফরমেটিকস বিভাগের উদ্যোগে জরায়ুমুখ ক্যানসার সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ সেপ্টেম্ব) বিশ্ববিদ্যালয় সিনেট হলে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
বিভাগীয় সভাপতি অধ্যাপক মো. রুহুল ফোরকান সিদ্দিকের সভাপতিত্বে সেমিনারে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় উপ-উপাচার্য অধ্যাপক মো. আবুল হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক আবুল খায়ের।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গাইনি বিভাগের অধ্যাপক আশরাফুন্নেসা ও জাবির ভারপ্রাপ্ত প্রধান মেডিকেল অফিসার ডা. মোজেজা জহুরা অনুষ্ঠানের মূল বক্তব্য উপস্থাপন করেন।
সেমিনারে বক্তারা বলেন, বাংলাদেশে প্রতিদিন গড়ে ১৮জন নারী জরায়ুমুখের ক্যানসারের কারণে মারা যান। তাই এ রোগ সম্পর্কে সবাইকে সচেতন করতেই এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
তারা জানান, যৌন সংস্পর্শ, এইচপিভি ভাইরাস, ধুমপান ইত্যাদির মাধ্যমে এ রোগ হতে পারে। এ রোগ মারাত্মক হলেও প্রতিরোধ যোগ্য। অপারেশন, রেডিও থেরাপি, কেমো থেরাপি, টিকা গ্রহণ, নিয়মিত জরায়ুমুখ পরীক্ষা ও ধুমপান বর্জনের মাধ্যমে এ রোগ থেকে মুক্তি পাওয়া যায়।
বাল্যবিবাহ থেকে বিরত থাকলে এ রোগের হার আরও কমে যাবে। প্রতি তিন বছর অন্তর ৩০ বছরের বেশি বয়সী নারীদের অবশ্যই জরায়ুমুখ পরীক্ষা করাতে বলেন বক্তারা।
বাংলাদেশ সময়: ২০২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৬
ওএইচ/এএ